কখনও মায়ের সঙ্গে খুনসুটি করছেন। কখনও বোনকে জড়িয়ে ছবি তুলছেন। কখনও আবার বাবাকে ক্যামেরার সামনে দাঁড়াতে শেখাচ্ছেন। অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের সমাজমাধ্যমের পাতায় ঢুঁ দিলে গত কয়েক দিনে এমনই কিছু ছবি চোখে পড়ছে। পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণে ব্যস্ত নায়ক। প্রথমে লন্ডন তার পর স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরছেন তিনি।
‘প্রজাপতি ২’-এর শুটিংয়ের জন্য অনেক দিন ধরেই ঠিক ছিল নায়ককে লন্ডন যেতে হবে। শুটিংয়ের ফাঁকেই পারিবারিক ভ্রমণের পরিকল্পনাও করে নেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। লন্ডনে এক দিকে যেমন চলল শুটিং। তেমনই ফাঁকে ফাঁকে মা-বাবা, বোনকে ঘুরিয়ে দেখালেন লন্ডন শহর। আর এখন তাঁরা রয়েছেন স্কটল্যান্ডে। সেখানে মা-বাবার নানা ছবি তুলে দিচ্ছেন।
দেবের একগুচ্ছ ছবি দেখে দর্শকের মনে একটাই প্রশ্ন। তা হলে কি এই বছরের ২১ জুলাইয়ের মঞ্চে দেখা যাবে না তৃণমূলের রুপোলি সাংসদকে? প্রতি বছরই তৃণমূলের শহিদ মঞ্চে দেখা যায় তাঁকে। এই বছর কি উল্টে যাবে সেই ছবি? এক অসমর্থিত সূত্রের দাবি, এ বছরও তার অন্যথা হচ্ছে না। এই দিনে যাতে মঞ্চে উপস্থিত থাকতে পারেন, সেই মতোই দেশে ফেরার টিকিট কেটেছেন দেব। সূত্র বলছে, ২১ জুলাই সকালেই কলকাতা ফিরছেন তিনি। তার পরই সোজা চলে যাবেন ২১ জুলাইয়ের মঞ্চে। এক দিকে অভিনয়, ছবির ব্যবসা, অন্য দিকে রাজনীতি— সবটাই সমান তালে সামলাচ্ছেন তিনি। ‘খাদান’-এর সাফল্যের পর নায়ককে আবার অন্য রূপে দেখার অপেক্ষায় দর্শক। এই অগস্টে মুক্তি পাবে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। সেই রেশ কাটতে না কাটতে পুজোয় ‘রঘু ডাকাত’ হয়ে পর্দায় ফিরবেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা।