সম্প্রতি শোনা গিয়েছে, কোনও এক সিঙ্গাপুরবাসীর প্রেমে পড়েছেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কি আর নতুন করে সংসার পাতবেন অভিনেত্রী? সেই প্রশ্নের সম্মুখীন মাঝেমাঝেই হতে হয় তাঁকে। নতুন প্রেমের খবর নিয়ে ফিসফাস শুরু হতেই ছড়িয়ে পড়েছে অপুর পুরনো ভিডিয়ো।
বহু দিন আগে এক সাক্ষাৎকারে অপুকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি আর বিয়ে করতে চান? উত্তরে অপু বলেছিলেন, “বিয়ে জানি না, এখনই বলতে পারব না। তবে আগামী দিনে যে আর হবে না তা বলা যাচ্ছে না। তবে এখনই ভাবছি না।” নায়িকার অনেক দিন আগের এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সিঙ্গাপুরে কি সত্যি রয়েছেন অপুর প্রেমিক? এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, সব আলোচনার সূত্রপাত একটি গাড়িকে কেন্দ্র করে। কোনও এক পরিচিতের গাড়ি নিয়ে তিনি গিয়েছিলেন একটা কাজে। গাড়ির সেই নম্বরের মাধ্যমে গাড়িমালিকের নথি জোগাড় করা হয়৷ সেই সূত্রে ধরে নেওয়া হয়, সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন অপু। অভিনেত্রী বলেন, ‘‘না জেনে কল্পনা করে একটা কিছু বলে দেওয়ার কোনও মানে নেই। আর কিছু বলতে চাই না।’’