পেশাদার জীবনে খারাপ সময় যাচ্ছে অভিনেত্রী ইয়ামি গৌতমের। লোকে এ কথা-সে কথা বলছে, পরামর্শ দিচ্ছে। তবে নিজেই কারণ খোঁজার চেষ্টা করছেন 'ভিকি ডোনার'-এর নায়িকা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইয়ামি তাঁর কেরিয়ারের খরা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন। শুভাকাঙ্ক্ষীরা তাঁকে উপদেশ দিয়েছিলেন, বড় তারকাদের সঙ্গে ছবি করো। নজরে আসবে। তা-ই করেছেন ইয়ামি। তবু সে ভাবে পরিচিতি পেলেন কই!