Advertisement
০৫ ডিসেম্বর ২০২৪
Zeenat Aman

এ পাশে জ়িনাত, ও পাশে উত্তমকুমার, মাঝে সুচিত্রা সেনের আসন ফাঁকা! স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী

প্রেক্ষাগৃহে সিনেমা দেখার বিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করলেন জ়িনাত। তাঁর সঙ্গে দেখা গেল উত্তমকুমারকে।

Zeenat Aman shares rare photo with Uttam Kumar remembers the joys of movie going

কলকাতায় উত্তমকুমারের সঙ্গে তোলা নিজের এই ছবিটি পোস্ট করেছেন জ়িনাত। ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ২০:৪৩
Share: Save:

অল্প সময়ের মধ্যে সমাজমাধ্যমে পা রেখে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জ়িনাত আমন অনুরাগীদের নজর কেড়েছেন। বিভিন্ন সময়ে ইনস্টাগ্রামে কেরিয়ারের অতীত মুহূর্ত তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সঙ্গে থাকে তাঁর নিজস্ব পর্যবেক্ষণ। এ বার তাঁর সঙ্গে বাংলা সিনেমার যোগসূত্র ফিরে দেখলেন অভিনেত্রী।

সোমবার ইনস্টগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন জ়িনাত। একটি গত বছর মুম্বইয়ের রিগ্যাল সিনেমায় তাঁর অভিনীত ‘ডন’ সিনেমার বিশেষ প্রদর্শনের ছবি। অন্য ছবিটি সাদাকালো। ছবিতে দেখা যাচ্ছে, দর্শকাসনের সামনের সারিতে বসে জ়িনাত। অভিনেত্রীর পাশের ফাঁকা আসনটি সুচিত্রা সেনের নামাঙ্কিত। তার পাশের আসনে বসে রয়েছেন উত্তমকুমার। এই দুর্লভ ছবি প্রসঙ্গে জ়িনাত লিখেছেন, ‘‘দুটো ছবি প্রায় ৪০ বছরের ব্যবধানে তোলা। প্রথম ছবিতে ‘ডন’-এর প্রদর্শনে উদ্বেল আমি। আর দ্বিতীয় ছবিতে সত্তরের দশকে কলকাতার একটি প্রেক্ষাগৃহে কিছুটা সাবধানী আমি।’’

দু’টি ছবিই প্রেক্ষাগৃহের ভিতরে তোলা হয়েছে। জ়িনাত অবশ্য তাঁর পোস্টে কলকাতার ওই অনুষ্ঠান নিয়ে আর কোনও তথ্য প্রকাশ করেননি। ফলে উত্তমকুমার এবং বাংলার অভিনেতাদের সঙ্গে একত্রে বসে তিনি কোন সিনেমা দেখছিলেন, তা স্পষ্ট নয়। অনুরাগীদের মধ্যে অনেকের অনুমান, জ়িনাত আসলে কলকাতায় কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন। এক জন অনুরাগীর মন্তব্যে অভিনেত্রী পাল্টা লেখেন, ‘‘হতেই পারে। কিন্তু আবেগটা তো একই রয়েছে।’’ আসলে ছোট থেকে সিনেমা দেখার অভিজ্ঞতাকে প্রকাশ করতেই এই দু'টি ছবির তুলনা টেনেছেন ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘‘পঞ্চগনির বোর্ডিং স্কুলে রবিবারটা আমাদের সিনেমা দেখার দিন ছিল। জিমন্যাশিয়ামের ঘরে বান্ধবীদের সঙ্গে ছবি দেখতে গিয়ে আমরা অন্য জগতে প্রবেশ করতাম।’’

পরবর্তী জীবনে হিন্দি ছবিতে পা রাখলেও জ়িনাত মনে করেন, অভিনয়ের তুলনায় দর্শকাসনে বসার অভিজ্ঞতা তাঁকে আরও বেশি শিহরিত করে। জ়িনাত লেখেন, ‘‘মনে আছে, শুরুর দিকে নিজের ছবির টিকিট কেটে বোরখা পরে প্রেক্ষাগৃহে প্রবেশ করতাম, যাতে আমাকে কেউ চিনতে না পারেন।’’ একই সঙ্গে অভিনেত্রীর আক্ষেপ, বর্তমান সময়ে নানা কনটেন্টের প্রাবল্য সিনেমা দেখার শিহরনকে অনেকাংশেই ‘ফিকে’ করে দিয়েছে। জ়িনাতের কথায়, ‘‘কিন্তু আমার পুরনো দিনের অনুরাগীদের নিশ্চয়ই মনে আছে, তখন সিনেমা দেখতে যাওয়ার মধ্যে কতটা উত্তেজনা মিশে থাকত!’’

অন্য বিষয়গুলি:

Zeenat Aman Uttam Kumar suchitra sen Supriya Devi Veteran Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy