Advertisement
E-Paper

জ়ুবিনকে শেষযাত্রায় বিশেষ উপহার স্ত্রী গরিমার! দৃশ্য দেখে আবেগে ভাসছেন গায়কের অনুরাগীরা

মঙ্গলবার হচ্ছে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। স্বামীকে এই দিন বিশেষ ভাবে শ্রদ্ধা জানালেন স্ত্রী গরিমা শইকীয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫১
জ়ুবিন গার্গ। ছবি: সংগৃহীত।

জ়ুবিন গার্গ। ছবি: সংগৃহীত।

জ়ুবিন গার্গের মৃত্যুতে শোকাচ্ছন্ন সাধারণ মানুষ। গত শুক্রবার সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে গায়কের। রবিবার তাঁর দেহ কফিনবন্দি হয়ে ফেরে গুয়াহাটিতে। তারপর থেকে তাঁকে শ্রদ্ধা জানাতে রাস্তায় নামে মানুষের ঢল। অবশেষে মঙ্গলবার হচ্ছে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। স্বামীকে এই দিন বিশেষ ভাবে শ্রদ্ধাজ্ঞাপন করছেন স্ত্রী গরিমা শইকীয়া। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমধ্যমে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, গরিমা সুপুরি দিয়ে পান সাজছেন। জ়ুবিন নাকি পান খুবই পছন্দ করতেন। তাই তাঁর শেষযাত্রায় পানের ব্যবস্থা করেছেন গরিমা। এই দেখে আবেগঘন হয়ে পড়েছেন অনুরাগীরা। তাঁদের বক্তব্য, এই পানই গরিমার তরফ থেকে জ়ুবিনের প্রতি শেষ উপহার।

গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তার পরেও থেকে গিয়েছিল বেশ কিছু ধন্দ। তাই মঙ্গলবার ফের ময়নাতদন্তের নির্দেশ দেয় অসম সরকার। তারপরেই তাঁর শেষকৃত্য হয়। সকাল দশটায় সোনাপুরে কামরুচিতে হয় শেষকৃত্য। এই দিনও তাঁর ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। গায়ককে শেষবার দেখতে এসেছিল তাঁর পোষ্যরা।

গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়কের। রবিবার সেখান থেকে কফিনবন্দি হয়ে গুয়াহাটি ফেরেন তিনি। জ়ুবিনের স্ত্রী গরিমা রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রয়াত স্বামীর দেহ আনতে বিমানবন্দরে গিয়েছিলেন। গায়কের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তাঁর বাসভবনে। সদ্যপ্রয়াত গায়ক-পুত্রের ৮৫ বছরের বাবা এবং গায়কের পরিবার থাকেন সেখানে। পরে দেহ নিয়ে যাওয়া হয় অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে।

Zubeen Garg
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy