জ়ুবিন গার্গের মৃত্যু নিয়ে এখনও রয়ে গিয়েছে বহু প্রশ্ন। সেইসব প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে জ়ুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গার্গকেও। মনের যন্ত্রণায় দিনরাত এক হয়ে যাচ্ছে তাঁর। সুবিচারের অপেক্ষায় তিনি।
জ়ুবিনের সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন গরিমা। ছবিতে দেখা যাচ্ছে, জ়ুবিনের থুতনি ধরে আদর করছেন তিনি। গরিমা আশা করেন, খুব শীঘ্রই জ়ুবিনের সঙ্গে তাঁর দেখা হবে। মঙ্গলবার পোস্টে তিনি লেখেন, “আমরা আবার একসঙ্গে থাকব। খুব শীঘ্রই দেখা হবে, গোল্ডি (জ়ুবিনের ডাক নাম)। কিন্তু এই মুহূর্তে আমি এবং আমরা সবাই জানতে চাই, কেন তুমি শারীরিক ভাবে আমাদের ছেড়ে চলে গেলে। কেন? এটাই বড় প্রশ্ন। এই প্রশ্নটাই আমার ভাঙা মনকে কুরে কুরে খাচ্ছে। আমার উত্তর চাই।”
আরও পড়ুন:
জ়ুবিনের বোন পালমে বরঠাকুরও দাদার মৃত্যুর বিচার চেয়েছেন। তিনি সমাজমাধ্যমের পোস্টে লিখেছেন, “তুমি আবার আমাকে মোমোন (পালমের ডাকনাম) বলে ডাকবে। আমাদের ওপারে দেখা হবে। এখন আমাদের একটাই লক্ষ্য— সঠিক বিচার পাওয়া।” পালমে অনুরোধ করেছেন, অনুরাগীরা যেন তাঁদের মানসিক সাহস জোগান।
জ়ুবিনের মৃত্যুর তদন্ত চলছে। সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, জ়ুবিনের মৃত্যুর সময়ে সেখানে উপস্থিত ছিলেন আরও সাত জন। কিন্তু সেই সাত জন এখনও পুলিশকে কোনও উত্তর দেননি। তাঁরা কোনও সহযোগিতাও করছেন না। অসম পুলিশ সিঙ্গাপুরে যেতেও পারছে না তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য। হিমন্ত বলেছেন, “আমরা ওঁদের চাপ দিয়ে যাব। ওঁরা যতক্ষণ না আসছেন, তদন্তপ্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। চাইব, ওঁরা যাতে সহযোগিতা করেন।”