Advertisement
২৬ এপ্রিল ২০২৪
independence day

Independence Day: ৬ হাজার ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা! চমকে দিল হরিয়ানা

হরিয়ানার ঝাজ্জার জেলায় ৬ হাজার ফুটের জাতীয় পতাকা নিয়ে একটি শোভাযাত্রা বের হয়।

জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

সংগৃহীত প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ২৩:৫২
Share: Save:

স্বাধীনতার ৭৫ তম বছরের প্রচারে কোনও খামতি রাখেনি কেন্দ্র। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে 'আজাদি কা অমৃত মহোৎসব'। দেশের প্রায় ২০ কোটিরও বেশি বাড়িতে উড়েছে জাতীয় পতাকা। এর মধ্যেই সকলের নজর কেড়ে নেটমাধ্যমে ভাইরাল হরিয়ানার ৬ হাজার ফুটের জাতীয় পতাকা।

২০২২ এর স্বাধীনতা দিবস উদযাপনে ছিল একের পর এক চমক। সেই চমকের তালিকায় নতুন নজির গড়ল হরিয়ানা। রবিবার হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসাবে হরিয়ানার ঝাজ্জার জেলায় ৬ হাজার ফুটের জাতীয় পতাকা নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। গোটা ঘটনাটি ভিডিয়ো আকারে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। আর প্রকাশ পেতেই ভাইরাল সেই ভিডিয়ো।

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশপ্রেমের চেতনা প্রসারের জন্য ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারণার ঘোষণা করেছিলেন। অর্থাৎ প্রতিটি বাড়িতে তিরঙ্গা। তারই অংশ হিসেবে হরিয়ানার এই শোভাযাত্রা নজর কেড়েছে দেশবাসীর।

এই প্রতিবেদনটি সংগৃহীত এবং ‘সাধের স্বাধীনতা’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

independence day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE