Advertisement
E-Paper

রাতে নাক ডাকার সমস্যা বাড়ছে! ভিটামিন ডি পরীক্ষা করিয়েছেন কি?

নাক ডাকার সমস্যা বাড়লে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হতে পারে। সাম্প্রতিক গবেষণায় নাক ডাকার সঙ্গে ভিটামিনের যোগসূত্র প্রকাশ্যে এসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:০২
A recent study reveals that vitamin D deficiency could be the reason behind snoring

প্রতীকী চিত্র। ছবি: এআই।

রাতে নাক ডাকার সমস্যার অনেকেই আক্রান্ত। নাক ডাকার সমস্যার নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে। তার মধ্যে ভিটামিনের অভাব অন্যতম।

সাম্প্রতিক একটি গবেষণায় দাবি করা হয়েছে, ভিটামিন ডি-এর অভাবে কারও নাক ডাকার সমস্যা বাড়তে পারে। সম্প্রতি ‘পাব মেড সেন্ট্রাল’-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে এ রকমই দাবি করা হয়েছে। নেপথ্যে রয়েছেন সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

এই গবেষণায় ২৩৮ জন অংশগ্রহণকারীর থেকে গবেষকেরা তথ্য সংগ্রহ করেছেন। দেখা গিয়েছে, যাঁদের দেহে ভিটামিন ডি-এর অভাব রয়েছে, তাঁরা অন্যদের তুলনায় প্রায় দ্বিগুণ হারে নাক ডাকার সমস্যায় আক্রান্ত। ভিটামিন ডি দেহের হাড় ও দাঁতের শক্তি বৃদ্ধি করে। পাশাপাশি, দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও এই ভিটামিন গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন ডি নাক ডাকার সমস্যার সমাধান করতে পারে। কারণ, ভিটামিন ডি-এর উপস্থিতিতে ঘুমের গুণগত মানের উন্নতি হয়।

গবেষণায় ২৩৮ জনের মধ্যে ৯৮ জন ব্যক্তি নাক ডাকতেন। বাকি ১৪০ জন নাক ডাকতেন না। রক্ত পরীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা নাক ডাকেন, তাঁদের দেহে ভিটামিন ডি-এর অভাব রয়েছে। শতকরা ৭৫ শতাংশ মানুষই নাক ডাকার সমস্যা আক্রান্ত বলে জানিয়েছেন।

ভিটামিন ডি-এর জন্য

নাক ডাকার সমস্যা বাড়লে, আগে রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। দেহে ভিটামিন ডি-এর অভাব দেখা দিলে মাছ, ডিম এবং দুধ বেশি করে খাওয়া উচিত। তাতেও সমস্যা না মিটলে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে।

Snoring Vitamin D Vitamin Deficiency New Research
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy