Advertisement
E-Paper

লিভার ক্যানসারের ঝুঁকি ৬০ শতাংশ পর্যন্ত কমতে পারে, সুফল পেতে বদলাতে হবে কোন কোন অভ্যাস

লিভার ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। কিন্তু তার জন্য সচেতনামূলক উদ্যোগ নিতে হবে। স্থূলত্ব, মদ্যপান এবং ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তিদের এই ধরনের ক্যানসারের ঝুঁকি বেশি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৮:৩৪
A study finds that many liver cancer cases can be prevented by tackling hepatitis and alcohol use

প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত।

লিভারের ক্যানসারের ঝুঁকি প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তার জন্য হেপাটাইটিস বি এবং সি ভাইরাস এবং মদ্যপান জনিত ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণ করতে হবে। ‘দ্য ল্যানসেট কমিশন’ সম্প্রতি তাদের একটি গবেষণায় এই প্রসঙ্গে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে।

গবেষকেরা জানিয়েছেন, লিভার ক্যানসারের একটা বড় কারণ ফ্যাটি লিভার, যাকে চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় ‘মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়েটোহেপাটাইটিস’ (এমএএসএইচ) বলা হয়। তাঁরা জানিয়েছেন, ২০৫০ সালের মধ্যে এমএএসএইচ প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে। পাশাপাশি এই তথ্যও প্রকাশ্যে এসেছে যে, সারা বিশ্বে যদি প্রতি বছর ২ থেকে ৫ শতাংশ ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ করা যায়, তা হলে আগামী ২৫ বছরে ৯০ লক্ষ থেকে ১ কোটি ৭০ লক্ষ লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনাকে আটকানো সম্ভব। গবেষণাপত্রটির তরফে ইউনিভার্সিটি অফ হংকং-এর অধ্যাপক স্টিফেন লাম চ্যান জানিয়েছেন, যাঁরা ডায়াবিটিস এবং স্থূলত্বের সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে সরকারি তরফে আরও বেশি করে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া উচিত। অর্থাৎ ওজন নিয়ন্ত্রণ বা অতিরিক্ত মদ্যপান না করার মাধ্যমে লিভার ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমতে পারে।

‘জার্নাল অফ হেপাটোলজি’র ২০২২ সালের পরিসংখ্যান বলছে, প্রতি বছর বিশ্বের ৪৬টি দেশে প্রথম তিনটি ক্যানসারে আক্রান্ত ব্যক্তির মধ্যে একটি লিভার ক্যানসার। এই গবেষণায় জানানো হয়েছে, ২০৪০ সালের মধ্যে সারা বিশ্বে লিভার ক্যানসারের আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তাই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

গবেষণায় জানানো হয়েছে, আগামী দিনে লিভার ক্যানসারের মোকাবিলায় শিশুদের আরও বেশি করে হেপাটাইটিস বি এবং সি-এর টিকার আওতায় নিয়ে আসা উচিত। আরও জানানো হয়েছে, মদ্যপান, ফ্যাটি লিভার এবং হেপাটাইটিসকে নিয়ন্ত্রণের মাধ্যমে ৬০ শতাংশ পর্যন্ত লিভার ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। স্টিফেন বলেন, ‘‘৫টির মধ্যে ৩টি লিভার ক্যানসারের ক্ষেত্রে দেখা যায় কোনও ভাবে হেপাটাইটিস, স্থূলত্ব বা মদ্যপান জড়িত। তাই এই দিকগুলি নিয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যানসারকে দূরে রাখা সম্ভব।’’

Cancer Cancer Care Cancer Risk liver health Fatty Liver Obesity New Research
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy