গুরুতর জটিল রোগে ভুগছেন সলমন খান। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে এসে অবলীলায় নিজের স্বাস্থ্যের সমস্যাগুলির কথা তুলে ধরলেন বলিউডের ‘ভাইজান’। মাঝে তাঁর ছবি প্রকাশ পেতে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন অনুরাগীরা। চেহারা দেখে আশঙ্কা তৈরি হয় যে, সলমনের স্বাস্থ্য ভাল নেই। তবে সম্প্রতি কৌতুকাভিনেতা কপিল শর্মার অনুষ্ঠানে আসার পর তাঁকে অনেক ফিট দেখিয়েছে। কিন্তু কথার ছলে জানা গেল, সলমন তিনটি অসুখে ভুগছেন। এভি ম্যালফরমেশন, ট্রাইজেমিনাল নিউরালজিয়া এবং ব্রেন অ্যানিউরিজ়ম। তার মধ্যে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার কথা ২০১৭ সালে দুবাইয়ের এক অনুষ্ঠানে বলেছিলেন সলমন। কিন্তু আরও যে দু’টি জটিল রোগে ভুগছেন, সেগুলি আসলে কী? কী ভাবে প্রভাব ফেলছে বলি তারকার স্বাস্থ্যে?
এভি ম্যালফরমেশন: পুরো কথায়, আর্টেরিয়োভেনাস ম্যালফরমেশন। অর্থাৎ, ধমনীর বিকৃতি। ধমনী এবং শিরার কাজের মধ্যে বিরল এক ধরনের ত্রুটি। সাধারণত মস্তিষ্ক বা মেরুদণ্ডে দেখা দেয় এই রোগ। সাধারণত, ধমনী টিস্যুতে রক্ত বহন করে নিয়ে যায়, শিরা সেটিকে ফিরিয়ে আনে। কিন্তু এভি ম্যালফরমেশন হলে এই প্রক্রিয়ায় জট পাকিয়ে যায়। রক্ত সরাসরি ধমনী থেকে শিরায় প্রবাহিত হয়। এর ফলে রক্ত পড়া, খিঁচুনি ভাব, মাথাব্যথা, স্নায়বিক সমস্যা হতে পারে। এই রোগ সাধারণত জন্মগত হয়। আগে থেকে লক্ষণ দেখা না দিলে বিপজ্জনক হতে পারে।
তিন জটিল রোগে ভুগছেন সলমন খান। ছবি: সংগৃহীত।
ট্রাইজেমিনাল নিউরালজিয়া: এটি একটি দীর্ঘস্থায়ী, দুরারোগ্য ব্যাধি। স্নায়ুর সমস্যার ফলে মুখমণ্ডলে হঠাৎ হঠাৎ যন্ত্রণা শুরু হয়। অনেকে বলেন, সে ব্যথা অনেকটা বৈদ্যুতিক শকের মতো যন্ত্রণাদায়ক। ট্রাইজেমিনাল নার্ভ বা স্নায়ুর কাজ ব্যাহত হয়। যে স্নায়ুর মাধ্যমে মুখের অনুভূতির সঙ্কেত পৌঁছোয় মস্তিষ্কে। সাধারণত মুখের একটি পাশ থেকে শুরু হয় ব্যথা। সে ব্যথা জাঁকিয়ে ধরে চোয়াল, গাল এমনকি চোখেও। দাঁত মাজা বা চিবোনোর মতো দৈনন্দিন কার্যকলাপের কারণেই ব্যথা শুরু হতে পারে।
ব্রেন অ্যানিউরিজ়ম: মস্তিষ্কের রক্তনালির দেওয়ালগুলি দুর্বল হয়ে গেলে এই রোগের সৃষ্টি হয়। রক্তনালি বেলুনের মতো ফুলে যায় এই রোগে আক্রান্ত হলে। শুরুর দিকে কোনও রকম লক্ষণ দেখা দেয় না। ছিঁড়ে যাওয়ার পর বোঝা যায়। এর ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। হ্যামারেজ স্ট্রোক বলা হয় একেই। প্রাণনাশক হতে পারে এই রোগ।