উচ্চ রক্তচাপ একাধিক রোগের কারণ হয়ে পারে। রক্তচাপ বেশি হলে, হৃদ্রোগ, কিডনির সমস্যা এবং স্ট্রোক হতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, উচ্চ রক্তচাপের নেপথ্যে অন্যতম বড় কারণ হতে পারে ধূমপান।
ধূমপানের ফলে ফুসফুসের ক্যানসার হতে পারে। কিন্তু চিকিৎসকেদের একাংশের মতে, ধূমপানের ফলে উচ্চ রক্তচাপেও ভুগতে পারেন অনেকে। ধূমপানের ফলে রক্তে নিকোটিন মেশে। সিগারেটের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলি থাকে, তা আমাদের শরীরের ধমনীর ক্ষতি করে। দীর্ঘ দিন ধূমপানের ফলে ধমনীর ব্যাস ছোট হয়ে আসে। রক্তে নিকোটিন মেশার ফলে হৃদ্স্পন্দন দ্রুত হয়ে যায়। ধমনীর ব্যাস ছোট হলে এবং তার মধ্যে দিয়ে দ্রুত রক্ত সঞ্চালন শুরু হওয়ার অর্থ উচ্চ রক্তচাপ। এর থেকে হাইপারটেনশন বেড়ে য়ায়।
আরও পড়ুন:
ধূমপানের ফলে ধমনী সরু হয়ে গেলে সেগুলি আর নমনীয় থাকে না। যার ফলে অ্যাথেরোক্লেরোসিস হতে পারে। এর ফলে রক্তচাপও বেড়ে যায়, যা থেকে হৃদ্রোগের ঝুঁকি বেড়ে যায়।
চিকিৎসকেরা জানিয়েছেন, যাঁরা ধূমপান করেন না, তাঁদের ক্ষেত্রেও সিগারেটের ধোঁয়া বা ‘প্যাসিভ স্মোকিং’ থেকে ক্ষতি হতে পারে। সিগারেটের ক্ষতিকারক ধোঁয়া প্রশ্বাসের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করেও রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।
ধূমপানের থেকে যে সব দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে, তার মধ্যে রক্তচাপ অন্যতম। চিকিৎসকেরা জানিয়েছেন, ধূমপান ছাড়ার ২০ মিনিটের মধ্যে হৃৎস্পন্দন এবং রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। এক সপ্তাহের মধ্যে ফুসফুসের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়।