পাড়ার পার্লারে গিয়ে ভ্রু প্লাক করানোর অভ্যাস রয়েছে অনেকের। অধিকাংশ মহিলাই এখন সালোঁয় গিয়ে সুতো দিয়ে ভ্রু তোলান। কেবল এক দফার রুটিন নয় ভ্রু প্লাকিং। মাসে মাসে কপালের ও ভ্রুর ছোট ছোট চুল তুলতে হয়, নয়তো তৈরি করা আকার নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সেখানেই নাকি লুকিয়ে রয়েছে বিপদ! অন্তত তেমনটাই দাবি করেছে ইনস্টাগ্রামের এক ভিডিয়ো। যেখানে চিকিৎসক অদিতিজ ধমিজা বলেছেন, পাড়ার পার্লারে নিয়মিত ভ্রু প্লাক করতে যাওয়ার অভ্যাসের ফলে লিভার বিকল হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
চিকিৎসকের দাবি, সম্প্রতি নাকি ২৮ বছরের এক মহিলার হঠাৎ ক্লান্তি, বমিভাব এবং চোখ হলুদ হয়ে যাওয়ার উপসর্গ দেখা দেয়। হাসপাতালেও ভর্তি করানো হয় তাঁকে। তার পর পরীক্ষা করে দেখা যায়, তাঁর লিভার কাজ করা বন্ধ করে দিচ্ছে। মদ বা ওষুধের কারণে নয়, বরং পার্লারে থ্রেডিংয়ের কারণেই এই ঘটনা ঘটেছে। তেমনটাই দাবি করলেন এই চিকিৎসক। অদিতিজ দাবি করছেন, এর মূল কারণই হল, স্বাস্থ্যবিধি। ব্যবহৃত পুরনো সুতো থেকেই এই বিপদ ঘটে। ওই সুতোয় আগে থেকেই হেপাটাইটিস বি বা সি ভাইরাস থাকতে পারে। সেগুলিই শরীরে ঢুকে যেতে পারে। এই ভিডিয়োর ফলে নেটাগরিকদের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাই এর সত্যতা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।
এই দাবি কি ভিত্তিহীন?
কলকাতার চিকিৎসক অভিজ্ঞান মাঝি এককথায় সমর্থন করলেন এই দাবিকে। তাঁর মতে, এই ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে প্রবল। সব পার্লারে ঠিক মতো স্বাস্থ্যবিধি রক্ষা করা হয় না। আর সেটা বাইরে থেকে সব সময়ে বোঝাও যায় না। কারণ, বাইরে থেকে পরিচ্ছন্ন মনে হলেও কিছু ছোটোখাট অসতর্কতার ফলে বিপজ্জনক হয়ে উঠতে পারে সাজসজ্জার ওই ঘর। অভিজ্ঞান বলছেন, ‘‘ভ্রু তুলতে গিয়ে চোখের আশপাশে বা কপালে ছোট ছোট ক্ষত তৈরি হতে পারে। সেই কাটা জায়গাগুলি চোখে না পড়ার সম্ভাবনাই বেশি। আর ব্যবহার করা সুতোর মধ্যে থাকা হেপাটাইটিস বি এবং সি-এর ভাইরাস রক্তে প্রবেশ করতে পারে। ফলে এমন রোগ দানা বাঁধা খুব কঠিন নয়।’’ থ্রেডিং এমনিতে আলাদা করে লিভারের জন্য ক্ষতিকারক নয়। কিন্তু স্বাস্থ্যবিধি না মানলে এমন রোগ হতেই পারে।
পার্লারে ঠিক মতো স্বাস্থ্যবিধি রক্ষা করতে হবে। ছবি: সংগৃহীত।
তবে কেবল হেপাটাইটিস বা লিভারের রোগ নয়, আরও নানা ধরনের রোগের ঝুঁকি থাকে বলে জানালেন চিকিৎসক। অপরিষ্কার পরিবেশে বার বার একই সুতো বা যন্ত্রপাতি ব্যবহার করে রূপচর্চা করালে আরও কয়েকটি রোগের সম্ভাবনা থেকে যায়। হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণে যেমন লিভার সিরোসিস বা লিভার বিকল হয়ে যাওয়ার মতো জটিল সমস্যা দেখা দিতে পারে, তেমনই রক্তের মাধ্যমে এইচআইভি বা অন্য রক্তবাহী রোগও হয়ে যেতে পারে।
আরও পড়ুন:
কোন সতর্কতা অবলম্বন করা উচিত?
অভিজ্ঞানের পরামর্শ—
১. সৌন্দর্যের খাতিরে নিজের স্বাস্থ্যকে বিপদে না ফেলে সব সময় স্যানিটাইজ় করা ও স্বাস্থ্যকর পরিবেশের খোঁজ করা উচিত। তেমন পার্লার পেলে তবেই এই ধরনের চর্চা করানো উচিত।
২. খেয়াল রাখতে হবে, যে সুতো দিয়ে থ্রেডিং করানো হবে, তা যেন নতুন হয়। আগে ব্যবহার করা সুতোই এ সব রোগের কারণ।
৩. তা-ও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য প্রতি বার ভ্রু প্লাক করানোর পর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া উচিত। তাতে ঝুঁকি খানিক কমতেও পারে।