Advertisement
E-Paper

কৃত্রিম পল্লব, রঙিন লেন্সে মোহময়ী হবেন, চোখের খেয়াল না রাখলেই বিপদ, হারাতে পারেন দৃষ্টিশক্তি

চোখের সাজেও রঙের ছোঁয়া লেগেছে। ডার্ক স্মোকি, গ্রাফিক ডিজ়াইন, ক্যাট আই, উইঙ্গড, স্টোন বা সিকুইনের মতো আই মেকআপের চল হয়েছে।সেই সঙ্গে জুড়েছে নানা রঙের কনট্যাক্ট লেন্স। সে সব চোখের জন্য ভাল কি?

নিলয়কুমার মজুমদার

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫০
Essential tips for Eye Care for safe Durga Puja Celebration

পুজোয় চোখ সাজান, কিন্তু সতর্কও থাকুন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রূপটান যতই সামান্য হোক না কেন, কাজলকালো চোখের জাদুতেই বাজিমাত করা যায়। সিনেমা হোক বা বাস্তব, কাজলনয়নের আবেদনই আলাদা। তাই চোখের সাজ সব সময়েই গুরুত্ব পায়। নারীর কাজলকালো রূপের স্তুতি যুগ যুগ ধরে চলে আসছে। এখন অবশ্য শুধু কালো নয়, চোখের সাজেও রঙের ছোঁয়া লেগেছে। ডার্ক স্মোকি, গ্রাফিক ডিজ়াইন, ক্যাট আই, উইঙ্গড, স্টোন বা সিকুইনের মতো আই মেকআপের চল হয়েছে।সেই সঙ্গে জুড়েছে নানা রঙের কনট্যাক্ট লেন্স। কাজলকালো চোখ এখন অনেকেই চশমা দিয়ে আড়াল করতে চান না। তাই কনট্যাক্ট লেন্সের চাহিদা বাড়ছে, জনপ্রিয়তাও। বলিউড বা হলিউড তারকাদের মতো নানা রঙে মণি সাজাতে রঙিন লেন্সের চলও হয়েছে। কিন্তু তাতে চোখের কতটা ক্ষতি হচ্ছে, তা বোঝেন ক’জন? রঙিন লেন্সও পরুন, ইচ্ছামতো চোখও সাজান, তবে শুধু সামান্য খেয়াল রাখুন। ক্ষণিকের ভুলে বিপদ ঘনাতে কত ক্ষণ!

কনট্যাক্ট লেন্স শুধু পরলেই নয়। পরিচ্ছন্নতা, পরার পদ্ধতি, বিধি সব কিছু নিয়ে সচেতনতা জরুরি। অপরিচ্ছন্ন হাতে কনট্যাক্ট লেন্সের ব্যবহার চোখে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। তা থেকে মাইক্রোবিয়াল কেরাটাইটিস হতে পারে। আবার লেন্স ঠিকমতো বসাতে না পারলে, কর্নিয়ায় আঘাত লাগতে পারে। রঙিন লেন্স একটানা ৮-১২ ঘণ্টা পরে থাকা যাবে না। তাতে চোখের ক্ষতি। অল্প সময়ের জন্য পরাই ভাল।

চোখ সাজান, তবে সতর্ক থাকুন।

চোখ সাজান, তবে সতর্ক থাকুন। ছবি: ফ্রিপিক

চোখ ভাল রাখতে শরীর মূলত দু’টি কাজ করে। চোখে পর্যাপ্ত অক্সিজ়েনের জোগান দিতে থাকে। আর চোখে কোনও ময়লা জমলে কিংবা ব্যাক্টেরিয়া বাসা বাঁধলে চোখ জলের মাধ্যমে সে সব পরিষ্কার করে দেয়। এখন লেন্সের বোঝা যদি দীর্ঘ সময় চোখে চাপিয়ে রাখা হয়, তা হলে ধুলোময়লা বসে এবং পরজীবী বাসা বেঁধে সংক্রমণ অনেকটা ছড়িয়ে পড়তে পারে। এর থেকেই কর্নিয়াল আলসারের আশঙ্কা তৈরি হয়। লেন্স পরে ঘুমোনোর অভ্যাস থাকলে চোখে সংক্রমণ হওয়ার প্রবণতা ১০ গুণ বেড়ে যায়। চোখ লাল হওয়া, চোখে তীব্র যন্ত্রণা, অস্বস্তি, অনবরত চোখ থেকে জল বেরোনো— এই সব উপসর্গই চোখে সংক্রমণ হওয়ার লক্ষণ হতে পারে। সময় থাকতে থাকতে সতর্ক না হলে সংক্রমণ থেকে অন্ধত্বেরও ঝুঁকি তৈরি হয়।

লেন্স পরতে হলে সর্বদাই মেকআপের পরে পরা ভাল। আগে কাজল পরে নেবেন, তার পর লেন্স পরুন। লেন্স পরা অবস্থায় চোখের মেকআপ করবেন না। তিন মাস অন্তর লেন্স রাখার পাত্রটি বদলাতে হবে। কনট্যাক্ট লেন্স সব সময় স্টেরাইল সলিউশনে ভিজিয়ে সঠিক লেন্স কেসে রাখবেন। মেয়াদ পেরিয়ে গেলে সেই লেন্স যত দামিই হোক না কেন, ভুলেও ব্যবহার করবেন না। এমন অনেক রঙিন লেন্স থাকে, যা এক বারই ব্যবহার করা যায়। ভুলেও সেগুলি দ্বিতীয় বার ব্যবহার করবেন না।

চোখের সাজ বলতে যেমন কাজল, মাস্কারা, আইলাইনারের নাম উঠে আসে, তেমনই আরও একটি জিনিস এখন কমবয়সিদের খুব পছন্দ, তা হল নকল আঁখিপল্লব বা ‘আইল্যাশ এক্সটেনশন’। সস্তার আইল্যাশ এক্সটেনশনগুলিতে এমন আঠা ব্যবহার করা হয়, যা চোখ ও ত্বকের জন্য ক্ষতিকর। এই আঠায় থাকে বিভিন্ন রকম রাসায়নিক যেমন— ল্যাটেক্স, সেলুলোজ় গাম, সায়ানোঅ্যাক্রিলেটস, বেঞ্জোয়িক অ্যাসিড, ফর্মালডিহাইড। তাই চোখে কোনও কিছু ব্যবহারের কারণে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রতি বার ব্যবহার ও খোলার পরে ভাল করে চোখ ধুয়ে নিতে হবে। ব্যবহারের পরে দেখে নেবেন, চোখের পাতায় আঠা লেগে রয়েছে কি না। যদি আঠা লেগে থাকে, তা হলে তুলো দিয়ে আলতো করে পরিষ্কার করে নিতে হবে। প্রতি দিন মেকআপ তোলার পরে পরিষ্কার সুতির কাপড়ে ‘ক্লিনজ়ার’ নিয়ে ভাল করে চোখ, চোখের পাতা মুছে ফেলুন।

অ্যালার্জির ধাত যাঁদের আছে, তাঁদের চোখের মেকআপ ব্যবহারের আগে পরামর্শ নিতে হবে। এখন কনজাঙ্কটিভাইটিসের সংক্রমণও বেড়েছে। ভাল ব্র্যান্ডের মেকআপ ব্যবহার না করলে বা লেন্স ঠিকমতো সংরক্ষণ না করলে তা থেকে চোখের সংক্রমণ ঘটতে পারে। তাই সাবধান থাকতেই হবে।

(লেখক একজন গ্লকোমা কনসালট্যান্ট চক্ষু চিকিৎসক)

Eye Care Tips Eye Care Puja Special 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy