Advertisement
E-Paper

জিমে যাওয়ার সময় নেই? সকালে ২০ বার ওঠবস করলেও অনেক উপকার, কী ভাবে করবেন জানেন?

সময়ের অভাবে বাড়িতে সরঞ্জাম ছাড়াই শরীরচর্চা করার দিকে ঝুঁকছেন অনেকে। সে তালিকায় উপরের দিকেই রয়েছে স্কোয়াটের নাম। এই ব্যায়ামের নিয়ম খানিক ওঠবোসের মতো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৭:৪৫
How to do squats in the morning, what are the health benefits of this exercise

সরঞ্জাম ছাড়া শরীরচর্চা করতে চাইলে স্কোয়াট আদর্শ। ছবি: সংগৃহীত।

দ্রুত গতির জীবনে জিমে যাওয়াও কারও কারও কাছে বিলাসিতা। সময়ের অভাব, তার উপর জিম বা খেলাধুলোর ক্লাসে যোগ দেওয়া মানেই টাকা খরচ। আবার, প্রতিদিন যেতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তাই বাড়িতে সরঞ্জাম ছাড়াই শরীরচর্চা করার দিকে ঝুঁকছেন অনেকে। সে তালিকায় উপরের দিকেই রয়েছে স্কোয়াটের নাম। এই ব্যায়ামের নিয়ম খানিক ওঠবসের মতো। মূলত ওঠা আর বসাই কাজ। কিন্তু উরু, পশ্চাৎদেশ, শিরদাঁড়া, মাথা এবং দুই হাতের অবস্থানের দিকে নজর রাখা খুব জরুরি।

প্রতি দিন সকালে শৌচালয়ের কাজ সারার আগে ২০টি স্কোয়াট করার চেষ্টা করুন। বেশ কিছু উপকার পেতে পারেন সহজ এই ওঠবোসের দৌলতে।

স্কোয়াটের উপকারিতা কী কী?

১. মনমেজাজ উন্নত হয়: দিন শুরু করার আগে ২০ বার ওঠা আর বসা করলেই যে মন ও মেজাজ ভাল হয়ে যায়, তা দিন কয়েক পর থেকে টের পেতে শুরু করবেন। গত দিনের খারাপ মুহূর্তগুলি, সকালের ক্লান্তি, আলস্য কেটে গিয়ে ঝরঝরে হয়ে যাবে শরীর ও মন। আর মানসিক স্বাস্থ্যের এই উন্নতির জন্য কোনও ওষুধ নয়, প্রয়োজন কেবল শরীরকে সক্রিয় রাখা। শরীরচর্চা করলে ‘হ্যাপি হরমোন’ অর্থাৎ ‘এন্ডরফিন’ নিঃসৃত হয়। আর তাতেই মেজাজ ভাল হয়ে যায়।

২. শরীরের ভারসাম্য বজায় রাখে: স্কোয়াটে বসা এবং ওঠার নিয়মটি অভ্যাস করলে শরীরের ভারসাম্য বজায় থাকে। এ ছাড়া মস্তিষ্কের সঙ্গে অঙ্গপ্রত্যঙ্গের চলনের সমন্বয় বজায় রাখার ক্ষেত্রেও উপকারী ব্যায়াম এটি।

How to do squats in the morning, what are the health benefits of this exercise

স্কোয়াটে বসা এবং ওঠার নিয়মটি অভ্যাস করলে শরীরের ভারসাম্য বজায় থাকে। ছবি: সংগৃহীত।

৩. পেশির নমনীয়তা বাড়ে: নিয়মিত স্কোয়াট করলে শরীরের নমনীয়তা বৃদ্ধি পায়। শরীরের নীচের অংশের পেশি মজবুত হয়। বিশেষ করে গোড়ালি, হাঁটু এবং পশ্চাদ্দেশ সক্রিয় থাকে বলে এই অংশগুলির নমনীয়তা বাড়ে।

৪. ওজন নিয়ন্ত্রণে রাখে: ২০ বার ওঠা-বসা করলেই অনেক পরিমাণে ক্যালোরি ঝরবে। শরীরের নীচের অংশের অধিকাংশ পেশি এই ব্যায়ামে সক্রিয় হয়ে ওঠে। ফলে ক্যালোরি বেশি পরিমাণে ঝরে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

৫. গাঁট এবং হাড় মজবুত করে: স্কোয়াটের ফলে দেহের হাড় এবং গাঁটের স্বাস্থ্য ভাল হয়। হাড়ের ঘনত্ব বাড়ে, পেশি মজবুত হয়, গাঁটের নমনীয়তা বাড়ে। রোজ স্কোয়াট করলে সাইনোভিয়াল তরল উৎপাদনও বৃদ্ধি পায়। আর তাতেই লুব্রিকেটেড হয় গাঁট।

৬. হার্ট ভাল হয়: উচ্চ রক্তচাপ কমানো, হার্টের ক্ষমতা বাড়ানো, যে কোনও হৃদ্‌রোগের ঝুঁকি কমানোর জন্য স্কোয়াটের সুনাম রয়েছে। তবে আগে থেকে সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে এই ব্যায়াম করা উচিত।

৭. হরমোনের ভারসাম্য বজায় রাখে: কর্টিসল, অর্থাৎ ‘স্ট্রেস হরমোন’ কমাতে স্কোয়াট কার্যকরী। পাশাপাশি, ‘হ্যাপি হরমোন’ অর্থাৎ এন্ডরফিনের মাত্রা বাড়াতে পারে। ‘গ্রোথ হরমোন’ এবং টেস্টোস্টেরনের উৎপাদনের প্রক্রিয়াকে উদ্দীপিত করতে পারে বলে সামগ্রিক স্বাস্থ্য ভাল থাকে।

সবচেয়ে সহজ স্কোয়াট করার নিয়ম কী? জেনে নিন ধাপে ধাপে

১. দু’টি পা কাঁধের সমান সমান এনে ব্যাবধান তৈরি করে দাঁড়ান। পায়ের পাতাগুলি সামনের দিকে মুখ করানো থাকবে। হাত সামনে প্রসারিত থাকবে।

২. দু’পায়ে সমান ভর থাকবে। বাইরের দিকে বার করা থাকবে ছাতি। একই ভাবে উল্টো দিকে বাইরের দিকে বার করা থাকবে পশ্চাৎদেশ।

৩. এ বারে কল্পনা করুন, আপনার পিছনে কোনও চেয়ার রাখা আছে। ধীরে ধীরে পা না নড়িয়ে, চেয়ারে বসার চেষ্টা করুন।

৪. নীচে নামার পর খেয়াল করুন, মেঝের সঙ্গে ঊরুর তলার দিক সমান্তরালে আছে কি না। এই ভঙ্গিতে কয়েক সেকেন্ড বসে থাকুন।

৫. এ বার নিতম্বের প্রধান পেশি গ্লুটিয়াল পেশিতে চাপ দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ান।

৬. এই সেটটি ২০ বার করার চেষ্টা করুন রোজ সকালে। মানসিক এবং শারীরিক উপকার মিলতে পারে।

Fitness Tips Exercises Squats Fitness Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy