Advertisement
E-Paper

স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের ‘ভুল’ উত্তর দিচ্ছে এআই, সতর্ক না হলে বিপদ ডেকে আনতে পারেন

রোগের উপসর্গ থেকে শুরু করে ওষুধের কম্পোজ়িশন জানতেও এআই-কে প্রশ্ন করেন অনেকে। কিন্তু তারা কি সঠিক উত্তরটি আপনাকে জানাচ্ছে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৯:৫৪
New study shows AI chatbots are vulnerable to spreading health misinformation

প্রতীকী চিত্র। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্যবহারিক জীবনে সময় বাঁচাতে অনেকেই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের দ্বারস্থ হচ্ছেন। তাই সময়ের সঙ্গে চ্যাটজিপিটি বা জেমিনাই জনপ্রিয় হচ্ছে। চ্যাটবটের কাছে বিভিন্ন বিষয় জানতে চাইচেন মানুষ। তার মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নও রয়েছে। আর সেখানেই বিপত্তি ঘটতে পারে। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এআই অনেক সময়েই স্বাস্থ্য সংক্রান্ত ভুল উত্তর প্রদান করছে। এমনকি বিভিন্ন জার্নালের নামে, নকল তথ্য দাবি করে ব্যবহারকারীকে প্রদান করছে। তার ফলে কারও মারাত্মক ক্ষতি হতে পারে বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

সম্প্রতি এই প্রসঙ্গে ‘অ্যানাল্স অফ ইন্টারনাল মেডিসিন’ জার্নালে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। সেখানে গবেষকেরা একাধিক এআই প্রি-ট্রোন্‌ড মডিউলকে (চ্যাটজিপিটি, জেমিনাই, মেটা, গ্রক, ক্লড ইত্যাদি) ১০টি প্রশ্ন করে পাওয়া উত্তরের বিশ্লেষণ করেন। যেমন, সানস্ক্রিন ব্যবহারে কি ত্বকের ক্যানসার হতে পারে? বা ফাইভ জি প্রযুক্তি কি বন্ধ্যত্ব তৈরি করতে পারে?— এ রকম কয়েকটি প্রশ্ন জি়জ্ঞাসা করা হয়। প্রতিবারেই চ্যাট বট বিভিন্ন ধরনের উত্তর দিয়েছে।

অ্যাডিলেডের ‘অ্যাশলে হপকিন্স অফ ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিন অ্যান্ড পাবলিক হেল্‌থ’-এর অধ্যাপক অ্যাশলে হপকিন্স বলেন, ‘‘প্রযুক্তির যদি কোনো ফাঁক থাকে, তা হলে অসৎ উদ্দেশে তাকে ব্যবহার করা সম্ভব। তার সঙ্গে কারও অর্থনৈতিক লাভ বা ব্যক্তিগত ক্ষতি জড়িয়ে থাকে।’’

দেখা গিয়েছে, একমাত্র ‘ক্লড’ স্বাস্থ্য সংক্রান্ত কোনও ভুল উত্তর দিতে বিরত থেকেছে। গবেষকেরা জানিয়েছেন, এআই চ্যাটবটের ভুল উত্তর মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে। পাশাপাশি এটাও স্পষ্ট হয়েছে, এআই ‘মিথ্যা’ও বলতে পারে। ভবিষ্যতে এআইকে নিয়ন্ত্রণ না করলে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিপদের আশঙ্কা বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

AI Artificial Intelligence Healthcare ChatGPT Gemini AI Model
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy