অনেকেই খাবারে টম্যাটো খেতে ভালবাসেন। কেউ স্যান্ডউইচে টম্যাটো চান। কেউ চান পিৎজ়ায়। কেউ আবার নুড্লসে কিংবা ওমলেট বানানোর সময় কুচিয়ে দিতে ভালবাসেন টম্যাটো। রান্নায় টক মিষ্টি স্বাদের টম্যাটো যে রঙে এবং স্বাদে আলাদা মাত্রা আনে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু টম্যাটো রান্না না করে খাওয়ার কথা ভেবেছেন কি কখনও।
কোনও রান্নার প্রয়োজনে নয়, স্যালাডে দেওয়ার জন্যও নয়। দুপুরে খাওয়ার পরে বা আগে যখন শসা, আপেল, কলা বা যেকোনও ফল খান, সেই সময় একটি গোটা টম্যটাে খেতে কি ভাল লাগবে? হয়তো লাগবে না কিন্তু যদি জানেন, রোজ একটি করে কাঁচা টম্যাটো খেলে শরীরে নানারকম উপকার হবে তা হলে?
নিয়মিত টম্যাটো খেলে কী কী হতে পারে?
১। টম্যাটোয় আছে ভিটামিন এ, ভিটামিন সি। যা ত্বককে জেল্লাদার বানানোর পাশাপাশি ক্ষতির হাত থেকে বাঁচায়। ভাল রাখে চুলও।
২। টম্যাটোয় আছে ভিটামিন কে এবং ক্যালসিয়াম। এই দুই উপাদানই হাড়ে পুষ্টি জোগায় এবং হাড় মজবুত রাখে।
৩। হার্টের স্বাস্থ্যের জন্যও টম্যাটো উপকারী। এতে থাকা ভিটামিন এ, বি এবং পটাসিয়ামের মতো খনিজ কোলেস্টেরল কমায়। রক্ত সঞ্চালনেও সাহায্য করে। ফলে ভাল থাকে হার্ট।
৪। হজমশক্তি ভাল রাখতেও সাহায্য করে টম্যাটো। কারণ টম্যাটোতে থাকা পুষ্টিগুণ লিভার ভাল রাখে। এতে থাকা ফাইবারও হজমক্রিয়ার জন্য ভাল।
৫। টম্যাটোয় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রতি দিন টাটকা টম্যাটোর রস খেলে তা রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। শরীরকে কর্মোদ্যমী রাখে।