একটা সময় ছিল যখন অফিসের সামনে রোল, মোমো, চাউমিন দেখলেই লোভ সামলাতে পারতেন না। তবে এখন সেই সব সুস্বাদু খাবারের সামনে দিয়ে গেলেও অরুচি আসে? কিছু খেলেই যেন পেটে জ্বালা করে? খাবারে অরুচি আসা কিন্তু ভাল লক্ষণ নয়। এই উপসর্গ হতেই পারে পেপটিক আলসারের প্রাথমিক লক্ষণ। আলসার শব্দের অর্থ ‘ক্ষত’। পেপটিক আলসার হলে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে সেই ক্ষত হতে পারে। এই ক্ষতগুলি থেকেই পরবর্তী কালে জটিলতার সৃষ্টি হয়। খাদ্যনালিতে অধিক মাত্রায় অ্যাসিড উৎপন্ন হলেই এই রোগ হয়। এ ছাড়া ‘এইচ পাইলোরি’ নামক একটি ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকেও এই রোগ বাসা বাঁধে শরীরে। এই সংক্রমণের ফলেই ক্ষুদ্রান্ত্রের ভিতরে আলসার দেখা দিতে পারে। আলসার সম্পর্কে সচেতন হোন শুরু থেকেই। জেনে নিন, কোন কোন লক্ষণ দেখলে সময় অপচয় না করেই চিকিৎসকের কাছে ছুটতে হবে।
১) খাওয়ার সঙ্গে সঙ্গেই পেটে ব্যথা বাড়লে আপনার আলসার হয়ে থাকতে পারে। অনেক সময় দীর্ঘ ক্ষণ কিছু না খেয়ে থাকলে পেটে অসহ্য যন্ত্রণা হয়। এই লক্ষণগুলি দেখলে এড়িয়ে যাবেন না।
২) পেপটিক আলসারের ক্ষেত্রে খাবার খাওয়ার দু’-তিন ঘণ্টা পর পেটে ব্যথা বাড়ে। খাবার খাওয়ার পর যদি এমন প্রায়শই ঘটে, তা হলে তা আলসারের লক্ষণ হতে পারে।
৩) বুক জ্বালা করলে অনেকেই অম্বলের সমস্যা ভেবে এড়িয়ে যান। ঘন ঘন এমন হলে কিন্তু তা আলসারের লক্ষণ বলে ধরে নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
৪) সারা ক্ষণ গা গোলানো, বমি-বমি ভাবের সমস্যায় ভুগলে অবশ্যই আলসার হয়েছে কি না, তা পরীক্ষা করিয়ে নিন। সাধারণত আলসার হলেও এই উপসর্গগুলি দেখা দেয়। তাই ফেলে রাখবেন না।
৫) পরিপাকতন্ত্রের আলসার কিন্তু প্রাণঘাতী হতে পারে। এই রোগের কারণে খাদ্যনালিতে রক্তক্ষরণও হতে পারে। সে ক্ষেত্রে বমি কিংবা মলের সঙ্গে রক্ত বেরিয়ে আসে। চিকিৎসা না করিয়ে ফেলে রাখলে এই আলসার থেকে সহজে মুক্তি মেলে না। এবং বেশি বাড়াবাড়ি হলে মৃত্যুও ঘটতে পারে।
অনেকেরই ধারণা, ঝাল, তেল, মশলাদার খাবার খেলেই বুঝি আলসার হয়। এই ধারণা কিন্তু ভুল। কেবল ঝাল বা মশলাদার খাবার আলসারের জন্য দায়ী নয়। তবে এই সব খাবার রোগের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে তোলে। ধূমপান এবং মদ্যপানের অভ্যাসও পরিপাকতন্ত্রে আলসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। কর্মব্যস্ত জীবনে অনেকেই খাবার খেতে ভুলে যান। দীর্ঘ ক্ষণ খালি পেটে থাকলেও আলসারের ঝুঁকি বাড়ে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথা উপশমের ওষুধ খাওয়া বন্ধ করুন।