করোনা হোক, বা না-ই হোক। শীতকালে সর্দি-কাশির সমস্যা অল্পবিস্তর সব বাড়িতেই থাকে। এ সময়ে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করা জরুরি। কথায় কথায় ওষুধ খেতে ভাল লাগে না অধিকাংশেরই। তাই অল্প সমস্যায় ঘরোয়া টোটকার উপরেই ভরসা করতে হয়।
মাত্র কয়েক মিনিটেই তুলসী পাতা দিয়ে বানিয়ে নিতে পারেন একটি পানীয়। নিয়মিত তা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ভাইরাসের পাশাপাশি, ব্যাক্টিরিয়া আর ছত্রাকের সংক্রমণও রোধ করা সহজ হবে।