চিনি ছাড়ার চেষ্টা অনেকেই করছেন। দিন দিন স্বাস্থ্য বিষয়ে যত মানুষ সচেতন হচ্ছেন, ততই চিনি ছাড়ার প্রবণতা বাড়ছে। কিন্তু তা বলেই তো আর মিষ্টি খাওয়ার ইচ্ছা কমতে পারে না। তাই চিনির পরিবর্তে হয়তো কেউ কেউ গুড়ের দিকে ঝুঁকছেন।
কোনও চাটনি কিংবা মাছ-মাংসের কষায় গুড় মেশালে ভালই লাগে। রং আসে। স্বাদেও ফারাক ঘটে না।
কিন্তু অধিকাংশের সমস্যা হয় চা নিয়ে। দিনে বার কয়েক চা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কেউ কেউ মিষ্টি ছাড়া চা খেতে পারেন না। কিন্তু চায়ে চিনির বদলে কি গুড় মেশানো ভাল?