Advertisement
E-Paper

জরুরি ওষুধ বাড়িতে ঠিক ভাবে রাখেন তো? না হলে অকেজো হয়ে অজান্তেই বিপদ ঘটতে পারে

নিছক সংরক্ষণের গাফিলতিতে রোগ নিরাময়ের ওষুধও যে কখনও কখনও বিষবৎ হয়ে ওঠে, তা বলাই বাহুল্য। সুগারের ওষুধ হোক বা প্রেসারের, অথবা জ্বর-পেট খারাপের চেনা কিছু ওষুধ— সংরক্ষণ ঠিক ভাবে না করলেই বিপদ হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৯:০৫
What is a medication storage error is and why it is so harmful

বাড়ির কোথায় ওষুধ রাখা ঠিক নয়, সংরক্ষণের কী কী ভুলে ওষুধ কাজ করে না ঠিকমতো? ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাড়িতে ওষুধের বাক্সে একগাদা ওষুধ জমিয়ে রাখেন? ওষুধের বাক্সটি কোথায় রাখেন, আলমারিতে, ড্রয়ারে বা খাওয়ার টেবিলে? অনেকে তো আবার ট্যাবলেট খাওয়ার পরে পাতাটি রান্নাঘরে বা বাথরুমেও রেখে দেন। ওষুধ কোথায় রাখছেন, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেবলমাত্র ভুল জায়গায় রাখা বা সংরক্ষণের কিছু ভুলেই কিন্তু ওষুধের গুণমান কমে যেতে পারে। তখন চেনা কিছু ওষুধও বিপজ্জনক হয়ে উঠবে। খেলে কাজ তো হবেই না, উল্টে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে।

কোন ওষুধ কত তাপমাত্রায় কী ভাবে রাখতে হবে, সে নিয়ে স্বচ্ছ ধারণা অনেকেরই নেই। দোকান থেকে গুচ্ছ ওষুধ কিনে এনে তা যেমন তেমন ভাবেই রাখা হয় অনেক বাড়িতেই। আর এই অবহেলাতেই নষ্ট হতে পারে ওষুধের দ্রব্যগুণ। বদল ঘটতে পারে তার উপকরণে, এমনকি ওষুধ নষ্ট হয়ে যেতেও পারে। কোন ওষুধটি রাখার ভুলে নষ্ট হয়ে গিয়েছে, তা বাইরে থেকে বোঝার উপায় নেই। বাড়ির বয়স্করা বিশেষ করে এই বদলটা ধরতে পারবেন না। ফলে দ্রব্যগুণ নষ্ট হয়ে যাওয়া ওষুধ খেয়ে আরও বেশি সমস্যায় পড়বেন।

ওষুধ রাখার কী কী ভুল হয় বাড়িতে?

‘প্লস ওয়ান’ নামক মেডিক্যাল জার্নালে এই বিষয়ে বিশদে লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে, বেশির ভাগ বাড়িতেই ওষুধ রাখা হয় জানলার পাশে কোথাও যেখানে আলো-হাওয়া আসে। এই ভাবে সংরক্ষণ করলে রোদ বা অতিরিক্ত আর্দ্রতার কারণে ওষুধ নষ্ট হতে বাধ্য।

খেতে যাতে ভুল না হয়, সে কারণে রান্নাঘরে বা বাথরুমের ক্যাবিনেটে ওষুধ রেখে দেন অনেকে। এই পদ্ধতিও ভুল।

ওষুধ দীর্ঘ সময় ভাল রাখতে ফ্রিজেও রাখা হয়। ওষুধ যদি ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখেন, সেটি তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে।

ট্যাবলেট বার করার পর পাতাটি ছেঁড়া অবস্থায় রেখে দেওয়া, অথবা ওষুধের শিশির ঢাকনা আলগা করে লাগিয়ে রাখার ভুলও হয়। এতে বাইরের আর্দ্রতা, জীবাণুর সঙ্গে বিক্রিয়া করে ওষুধ নষ্ট হয়ে যেতে পারে।

ট্যাবলেট বা পাউডার ওষুধের মোড়ক খুলে সেটি অন্য কোনও শিশি বা পাত্রে রেখে দিলে তার দ্রব্যগুণ নষ্ট হবে। একসঙ্গে নানা রকম ওষুধ মিশিয়ে প্লাস্টিকের কোনও বাক্সে রাখাও বিপজ্জনক।

বাড়িতে কী ভাবে ওষুধ সংরক্ষণ করে রাখবেন?

বাড়িতে কী ভাবে ওষুধ সংরক্ষণ করে রাখবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

হাতব্যাগে কি সব সময়ে ওষুধ রেখে দেন? এই অভ্যাস ক্ষতিকর। বাইরে বেরোনোর সময়ে ওষুধ ব্যাগে নিন, তবে ফিরে তা বার করে রাখুন।

গাড়িতে ওষুধ রেখে দেওয়াও বিপজ্জক, কারণ সেখানে তাপমাত্রার বদল ঘন ঘন হয়।

কোন কোন ওষুধ রাখার ভুলে নষ্ট হয়ে যেতে পারে?

১) ইনসুলিন সংরক্ষণের জন্য সঠিক তাপমাত্রার প্রয়োজন। সংরক্ষণের ভুলে তা নষ্ট হতে পারে।

২) তরল অ্যান্টিবায়োটিকের শিশির মুখ খোলার পর সেটি যদি ভুল জায়গায় রাখা হয়, তা হলে ক্ষতিকর হয়ে উঠতে পারে।

৩) চোখের ড্রপ, নাকের ড্রপ, ত্বকের সংক্রমণের জন্য কোনও ক্রিম বা মলম, ব্যাথানাশক মলম সংরক্ষণের ভুলে নষ্ট হয়ে যেতে পারে।

৪) নাইট্রোগ্লিসারিন (বুকে ব্যথার ওষুধ)জাতীয় ওষুধ তাপ, আলো এবং আর্দ্রতার প্রতি অত্যন্ত সংবেদনশীল। ভুল সংরক্ষণ হলে খুব দ্রুত ক্ষমতা হারায়।

৫) ইনহেলার ভুল পদ্ধতিতে সংরক্ষণ করলে তার কার্যক্ষমতা নষ্ট হবে।

ওষুধ সংরক্ষণের নিয়ম কী?

ওষুধের জন্য নির্দিষ্ট ফার্স্ট-এড বাক্স তৈরি করে নিন। বাক্সটি এমন জায়গায় রাখুন যেখানে খুব বেশি রোদ বা আগুনের তাপ আসবে না। তবে ভিজে, স্যাঁতসেঁতে জায়গাতেও ওষুধ রাখবেন না।

ওষুধ তার নিজস্ব প্যাকেটেই রাখুন। বার করে আলাদা রাখবেন না।

ঘরের স্বাভাবিক তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রিতেই ওষুধ সংরক্ষণ করা ভাল।

প্লাস্টিকের বাক্সে বা কন্টেনারে কখনওই ওষুধ রাখবেন না।

ইনসুলিন ও কয়েক রকম অ্যান্টিবায়োটিক ফ্রিজে রাখা যায়, তবে সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বেড়াতে যাওয়ার সময়ে ইনসুলিন সঙ্গে নিতে হলে কিছু ক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে সেটি থার্মোফ্লাস্কে নেওয়া উচিত। বিমানে ইনসুলিন কিন্তু কেবিন ব্যাগেজে নেওয়াই ভাল। ইনসুলিন পেনের সঙ্গে সূচ লাগিয়ে রাখা ঠিক নয়।

medicine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy