বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা হানা দেয়। কোলেস্টেরল, ডায়াবিটিস, থাইরয়েড, পেশির ক্ষয়, হাঁটুতে ব্যথা তো লেগেই আছে। বয়স বাড়লে শরীরের নিজস্ব প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে পড়ে। ফলে রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতাও হ্রাস পায়। তবে বয়সকালেও সুস্থ থাকতে প্রাত্যহিক জীবনে কিছু কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। হালকা শরীরচর্চা, নিয়মিত হাঁটাচলা, মানসিক উদ্বেগমুক্ত থাকা এবং সেই সঙ্গে অতি অবশ্যই স্বাস্থ্যকর খাদ্যতালিকা মেনে চলা। বার্ধক্যে সুস্থ-সচল থাকতে খাওয়দাওয়ায় বাড়তি নজর দেওয়া প্রয়োজন। জীবনের এই পর্যায়ে হজম করার ক্ষমতা অল্প বয়সের মতো উন্নত থাকে না। সেই কথা মাথায় রেখেই খাওয়াদাওয়ায় একটা বিধিনিষেধ অবশ্যই মেনে চলা প্রয়োজন। বয়সকালে সুস্থ থাকতে কী কী খাবেন তার চেয়েও বেশি জরুরি কোন জিনিসগুলি এড়িয়ে চলবেন। কিছু খাবার উপকারী হলেও অন্য বেশ কয়েকটি খাবারের সঙ্গে খেলে বয়স্ক মানুষদের জন্য তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। রইল তেমন কয়েকটি খাবারের তালিকা।