Advertisement
E-Paper

অ্যান্টিলিয়ার ২৬ তলা ছেড়ে ২৭ তলায় কেন থাকেন অম্বানীরা? ওই উচ্চতায় থাকা কি স্বাস্থ্যের জন্য ভাল?

অ্যান্টিলিয়ার ২৬টি তলে নানারকম সুবিধা থাকলেও অম্বানীরা দুই ছেলে আর দুই বউমাকে নিয়ে থাকেন বাড়ির সর্বোচ্চ তল অর্থাৎ ২৭ তলায়। সেখানে অম্বানীরা ছাড়া তাঁদের খুব ঘনিষ্ঠ কিছু মানুষেরই প্রবেশাধিকার রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২০:১৮
অ্যান্টিলিয়ায় সর্বোচ্চ তলে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন মুকেশ অম্বানীর পত্নী নীতা অম্বানীই ।

অ্যান্টিলিয়ায় সর্বোচ্চ তলে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন মুকেশ অম্বানীর পত্নী নীতা অম্বানীই । ছবি : সংগৃহীত।

রাজা না হোন ধনকুবের তো! মুম্বইয়ে তাই পরিবার নিয়ে থাকার জন্য আকাশছোঁয়া প্রাসাদ বানিয়েছিলেন মুকেশ অম্বানী। নাম দিয়েছিলেন এক রহস্যময় পৌরাণিক দ্বীপের নামে— অ্যান্টিলিয়া। মুম্বইয়ের ২৭ তলার ‘প্রকাণ্ড’ অট্টালিকাটি নিয়েও কিছু রহস্য আছে। শোনা যায়, অ্যান্টিলিয়ার ২৬টি তলে নানারকম সুবিধা থাকলেও অম্বানীরা দুই ছেলে আর দুই বউমাকে নিয়ে থাকেন বাড়ির সর্বোচ্চ তল অর্থাৎ ২৭ তলায়। সেখানে অম্বানীরা ছাড়া তাঁদের খুব ঘনিষ্ঠ কিছু মানুষেরই প্রবেশাধিকার রয়েছে। চার লক্ষ বর্গফুট এলাকাজুড়ে তৈরি ওই বাড়ির উচ্চতা ৫৭০ ফুট। সেই হিসাবে মাটি থেকে অন্তত ৫৫০ ফুট উচ্চতায় বাস করেন অম্বানীরা।

কিন্তু কেন?

অ্যান্টিলিয়ার মূল ভাবনায় রয়েছে প্রকৃতি। গোটা বাড়ি জুরে শ্বেত পাথর, মুক্তোর ঝিনুক এবং অন্যান্য দুর্মূল্য রত্ন দিয়ে সূর্য, পদ্মের মোটিফ, ফুল, পাতা, বৃক্ষ ফুটিয়ে তোলা হয়েছে। গোটা বাড়ির ২৭ তলায় রয়েছে মোট ৪৯টি শয়নকক্ষ, ১৬৮টি গাড়ি রাখার জায়গা, একটি বলনাচের আসর বসানোর ঘর, একটি ৫০ আসনের সিনেমা হল, একটি ঝুলন্ত বাগান, সুইমিং পুল, শরীর চর্চার জন্য গোটা একটি তল, স্পা, মন্দির এমনকি, একটি তুষার ঘরও রয়েছে অ্যান্টিলিয়ায়। কিন্তু অম্বানী পরিবার বাড়ির বাকি ২৬ তলায় না থেকে কেন ২৭ তলায় থাকেন এক সাক্ষাৎকারে তার উত্তর দিয়েছিলেন নীতা অম্বানী।

নীতা উঁচুতে থাকতে ভালবাসেন!

নীতা ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মুম্বইয়ের রাস্তার দূষণ এবং গাড়িঘোড়ার আওয়াজ থেকে একটু শান্তি পাওয়ার জন্যও বাড়ির সবচেয়ে উঁচু তলটি বেছে নিয়েছেন তিনি। ২৭ তলে সেই শান্তি আছে। আর আছে প্রচুর সূর্যের আলো, খোলা হাওয়া। নীতার কথায়, ‘‘আমিই চেয়েছিলাম আমরা যেখানে থাকব তার সবক’টি ঘরে যেন খুব ভাল আলো-বাতাস খেলা করে। বাড়িতে সূর্যের আলো, টাটকা অক্সিজেন তো থাকবেই। তার সঙ্গে ওই উচ্চতা থেকে মুম্বইয়ের উপকূল এবং আরবসাগরের দৃশ্যও দেখতে দারুণ লাগে আমার।’’

মাটি থেকে সাড়ে পাঁচশো ফুট উচ্চতায় থাকা কি স্বাস্থ্যের জন্য ভাল?

পুণের ফুসফুসের চিকিৎসক মনোজ পাওয়ার বলছেন, ‘‘অধিক উচ্চতায় অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। বিশেষ করে ৩০ তলার উপরে বাতাসের রূপ বদলে যায়। ঘনত্ব কমে। অক্সিজেনের মাত্রায় অনেকটা পরিবর্তন আসে। সেই উচ্চতায় নিয়মিত থাকলে ক্রনিক হাইপক্সিয়া হচে পারে। যা থেকে রক্তচাপ বৃদ্ধি, হৃদস্পন্দনের মাত্রা বৃদ্ধি, এমনকি, রাতে শ্বাসকষ্টের সমস্যাও হতে পারে।’’

থাকার জন্য আদর্শ উচ্চতা কত?

চিকিৎসক মনোজের মতে ৩০ তলের নীচে থাকাই ভাল। তবে ওই ধরনের উঁচু অ্যাপার্টমেন্টে হাওয়া চলাচল নিয়ন্ত্রণের আধুনিক ব্যবস্থা থাকে। তাই অসুবিধা হওয়ার কথা নয়।

Nita Ambani Antilia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy