Advertisement
E-Paper

কারও হাড়ে চোট লাগতে পারে, কেউ সঞ্চিত অর্থ হারাবেন! দেবীপক্ষের ১৫ দিন কোন রাশির কেমন কাটবে?

আমরা বিশ্বাস করি যে মা আসলেই সব ঠিক হয়ে যাবে। তিনি দুষ্ট শক্তির নাশ ঘটিয়ে সুসময় নিয়ে আসবেন। কিন্তু সকলের ক্ষেত্রে যে ভালটাই হবে, খারাপ কিছুই হবে না সেই ধারণা রাখা ঠিক নয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩১
maa durga

—প্রতীকী ছবি।

দেবীপক্ষ সকলের মনেই আশার আলো নিয়ে আসে। আমরা বিশ্বাস করি যে মা আসলেই সব ঠিক হয়ে যাবে। তিনি দুষ্ট শক্তির নাশ ঘটিয়ে সুসময় নিয়ে আসবেন। কিন্তু সকলের ক্ষেত্রে যে ভালটাই হবে, খারাপ কিছুই হবে না সেই ধারণা রাখা ঠিক নয়। আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ, চলে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত। এই ১৫ দিন দেবীপক্ষ নামে পরিচিত। হিন্দু ধর্মে এই ১৫ দিনের মাহাত্ম্য বিশেষ। এই সময় মা দুর্গা মর্ত্যে আসেন বলে বিশ্বাস করা হয়। সকল বাঙালি হিন্দু সেই আনন্দে মেতে ওঠেন। দেবীপক্ষ শুরু হয় মহালয়ায় এবং শেষ হয় কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনায়। জেনে নিন এই সময়কাল কোন রাশির কেমন কাটবে।

মেষ: মেষ রাশির দেবীপক্ষ খুব ভাল না কাটলেও খুব খারাপ কাটবে না। মিশ্রিত ফল লাভ করবেন বলে মনে করা হচ্ছে। কাজের জায়গায় নতুন সুযোগ পেতে পারেন। মা-বাবার শরীরের খেয়াল রাখতে হবে। আগুনে ভয় রয়েছে, সাবধান থাকুন। খাবার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন। আটকে থাকা টাকা ফেরত পাবেন। পেটের সমস্যা দেখা দিতে পারে।

বৃষ: দেবীপক্ষে বৃষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে। দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দাম্পত্য সম্পর্কে উন্নতি ঘটবে। তবে কাউকে চট করে বিশ্বাস করে বসবেন না। তা হলেই ঠকতে হবে। টাকা ধার দেওয়ার ব্যাপারেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। না হলে অর্থক্ষতি হতে পারে। বাক্‌সংযম রাখা প্রয়োজন। না হলে অযথা মুশকিলে পড়তে হতে পারে।

মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা এই ১৫ দিন মিশ্রিত ফল পাবেন। সব ভাল না হলেও, সব খারাপও হবে না। নতুন কাজের সুযোগ পেতে পারেন। কাজের জায়গায় পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। সমাজে সম্মান বাড়ার সম্ভাবনা। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। তবে পুজোয় ঘোরার সময় সতর্ক থাকতে হবে। হাড়ে চোট লাগার আশঙ্কা দেখা যাচ্ছে। কর্মসূত্রে পুজোর সময় বাইরে যেতে হতে পারে। মনের মানুষের স্বাস্থ্যহানি হতে পারে।

কর্কট: দেবীপক্ষের শুরু থেকেই কর্কট রাশির পেশাক্ষেত্রে চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে। সতর্ক থাকাই শ্রেয়। যদিও নানা দিক দিয়ে ভাল ফলও পাবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। জীবনে নতুন প্রেম আসতে পারে। শারীরিক ক্ষেত্রেও বিশেষ কোনও সমস্যা দেখা যাবে না।

সিংহ: সিংহ রাশির ব্যক্তিদের দেবীপক্ষ দারুণ কাটবে। নানা দিক থেকে আয়ের সুযোগ পাবেন। এরই সঙ্গে ফাটকার অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন সিংহ রাশির জাতকেরা। শারীরিক দিক থেকেও কোনও চিন্তা দেখা যাচ্ছে না। সব মিলিয়ে সিংহ রাশির পুজোটাও ভাল কাটবে।

কন্যা: দেবীপক্ষের ১৫ দিন কন্যা রাশির মনে নানা মানসিক দ্বন্দ্ব কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে। নিজের উপর বিশ্বাস হারাবেন। হীনম্মন্যতায় ভুগবেন। তবে বন্ধুদের সাহচর্যে সে সকল ভাবনা দূর হতে পারে বলে বিশ্বাস। পুজোর ক’দিন মজা করে কাটলেও এঁদের মনে একটা বিষাদের ছায়া থেকেই যাবে। এর কারণ এই রাশির ব্যক্তিরা নিজেও ভেবে বার করতে পারবেন না। এই সময় ভ্রমণে যাওয়া এড়িয়ে চলুন।

তুলা: তুলা রাশির ব্যক্তিদের দেবীপক্ষের ১৫ দিন নানা বাধার সম্মুখীন হতে হবে। বিশেষ করে প্রাপ্তিক্ষেত্রে নানা দিক থেকে বাধা আসতে পারে বলে মনে করা হচ্ছে। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। যদিও ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা সুখের হবে। ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। ভ্রমণের যোগ রয়েছে। প্রেমের সম্পর্কেও নতুন মোড় ঘুরতে পারে। লটারি খেলে ভাল আয় হতে পারে। খরচ বাড়ার আশঙ্কা দেখা যাচ্ছে।

বৃশ্চিক: দেবীপক্ষের ১৫ দিন বৃশ্চিকের জাতক-জাতিকার মা-বাবার সঙ্গে ঝামেলা হতে পারে। তবে দূরের আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। এঁদের জমানো টাকা খরচ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। ছেলে-মেয়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। সতর্ক থাকা জরুরি। কর্মক্ষেত্রে বিশেষ কোনও পরিবর্তন দেখা যাবে না।

ধনু: ধনু রাশির ব্যক্তিদের এই সময় পেশাক্ষেত্রে উন্নতি ব্যাহত হতে পারে। ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করে ঠকতে হতে পারে। তবে কাজের জায়গায় সহকর্মীরা আপনার হয়ে কথা বলবেন। নতুন কাজের সুযোগ পেলেও সেটা গ্রহণ করা উচিত হবে না বলে জানাচ্ছেন জ্যোতিষী। দাম্পত্যক্ষেত্রে ভাল ফল পাবেন। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন।

মকর: দেবীপক্ষে মকর রাশির জাতক-জাতিকাদের পেশাক্ষেত্রে পরিবর্তন আসার যোগ রয়েছে। পুরনো কোনও রোগ ফিরে আসতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ আসার সম্ভানবা দেখা যাচ্ছে। বন্ধুর উপদেশে কোনও বিপদ থেকে বাঁচতে পারবেন। সতর্ক থাকতে হবে না হলে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। কথা বলার সময় সংযত থাকা জরুরি। আপনার কথায় কেউ কষ্ট পেতে পারেন।

কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিদের আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন। চোখের সমস্যায় ভুগতে হতে পারে। প্রেমের যোগ রয়েছে তবে মনের মানুষের সঙ্গে মতভেদ হতে পারে। নানা দিক থেকে অর্থের যোগ দেখা যাচ্ছে। তবে জনহিতকর কাজে টাকা নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে।

মীন: দেবীপক্ষে মীন রাশি নানা দিক থেকে আয়ের সুযোগ পাবেন। পেশার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। তবে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে। এই সময় নতুন যানবাহন কেনা থেকে বিরত থাকুন। মহিলা শত্রুর সংখ্যা বাড়তে পারে। কোনও খাতে বিনিয়োগ করা থেকে দূরে থাকুন। প্রাপ্তিক্ষেত্রে বাধা আসতে পারে।

Durga Puja Durga Puja 2025 Astrology Astrological Prediction Lucky Zodiac Signs Unlucky Zodiac Signs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy