Advertisement
৩০ এপ্রিল ২০২৪

আপনার জন্মদিন সংখ্যা ও নামের সংখ্যার মধ্যে সামঞ্জস্য আছে কিনা দেখে নিন

কিরোর মতে, জন্মদিন সংখ্যা বা সাইকিক নম্বর কোনও সহজ বিষয় নয়। এই সাইকিক সংখ্যার সঙ্গে আমদের চেতনা জড়িয়ে আছে। প্রত্যেক জন্মদিনের এক একটা নিজস্ব কম্পাঙ্ক আছে।

অসীম সরকার
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

কিরোর মতে, জন্মদিন সংখ্যা বা সাইকিক নম্বর কোনও সহজ বিষয় নয়। এই সাইকিক সংখ্যার সঙ্গে আমদের চেতনা জড়িয়ে আছে। প্রত্যেক জন্মদিনের এক একটা নিজস্ব কম্পাঙ্ক আছে। বার্থ নাম্বারকে আমরা কোনও ভাবেই পরিবর্তন করতে পারি না। এর সঙ্গে জড়িয়ে আছে জন্মকুণ্ডলী এবং আমাদের ভবিষ্যৎ। এর সঙ্গে জড়িয়ে আছে আধ্যাত্মিক ও জাগতিক জীবন। আমাদের আশা আকাঙ্ক্ষা, প্রেম ভালবাসা, ব্যবহার, রুচি, ফুডহ্যাবিট, সেক্স, সুপ্ত ইচ্ছা, জন্মান্তরবাদ মেনে নিলে তার থেকে আসা পূর্বজীবনের সামগ্রিক সাফল্য ও ব্যর্থতা-সহ নানা কিছু।

নাম কোনও হঠাত্ ঘটনা নয়। এটি পূর্বনির্ধারিত। প্রত্যেকটা নামের নির্দিষ্ট কম্পন রয়েছে। নামের সংখ্যাকে ইংরেজিতে এক্সপ্রেশান নম্বর বা ডেস্টিনি নম্বর বলে। নামের কম্পনের সঙ্গে সাইকিক বা জন্মদিনের সংখ্যার কম্পনের মধ্যে একটা হারমনি বা কমপ্যাটিবিলিটি বা কিরোর ভাষায় অ্যাক্যারড থাকতে হবে।

জন্মদিন সংখ্যা বা সাইকিক সংখ্যা হছে যে তারিখে আপনি জন্মেছেন। যেমন, ইন্দিরা গাঁধীর জন্মতারিখ=১৯ নভেম্বর ১৯১৭

ইন্দিরা গাঁধীর জন্মদিন সংখ্যা বা সাইকিক সংখ্যা= ১৯ নভেম্বর= ১৯=১+৯=১০=১+০=১

ইন্দিরা গাঁধীর জন্মের সময় যে নাম দেওয়া হয়েছিল= INDRIA PRIYADARSHINI NEHURU

ইন্দিরা গাঁধীর এক্সপ্রেশান বা ডেস্টিনি নম্বর=?

আরও পড়ুন: গুরুচণ্ডাল দোষ ও প্রতিকার

এখানে বলে নেওয়া ভাল এক্সপ্রেশান সংখ্যা বের করতে হলে, জন্মসময়ের পিতা বা মাতা যে নাম দেন সেটা থেকেই এক্সপ্রেশান নম্বর বের করতে হয়। ইন্দিরা গাঁধীর জন্মসময়ের নাম ছিল ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরু।

INDRIA=9+5+4+9+9+1=37=3+7=10=1+0=1

PRIYADARSHINI=7+9+9+7+1+4+1+9+1+8+9+5+9=79=7+9=16=1+6=7

NEHURU=5+5+8+9+3=30=3+0=3

ইন্দ্রিয়া প্রিয়দর্শিনী নেহরুর লাইফ এক্সপ্রেশান সংখ্যা বা ডেস্টিনি নম্বর= ১+৭+৩=১১=১+১=২ (দুই)

পরবর্তী কালে ইন্দিয়া গাঁধী যখন ‘প্রিয়দর্শিনী’ এবং ‘নেহুরু’ এই দু’টি শব্দ বাদ দিয়ে হলেন ‘ইন্দ্রিয়া গাঁধী’= INDRIA GANDHI, তখন তার লাইফ এক্সপ্রেশান সংখ্যা=?

INDRIA=1 (উপরের মান থেকে নেওয়া হয়েছে)

GANDHI=7+1+5+4+8+9=34+3+4=7

ইন্দিরা গাঁধীর নামের লাইফ এক্সপ্রেশান সংখ্যা হচ্ছে=1+7=8

বলা বাহুল্য ১ সংখ্যার কাছে ২ হচ্ছে প্যাসিভ নম্বর কিন্তু ৮ হচ্ছে অ্যাট্রাক্টিভ নম্বর বা আকর্ষিত সংখ্যা।

ইন্দিরা গাঁধীর প্রথম জীবন লেখাপড়া-সহ শিক্ষাগত যোগ্যতা সে রকম ভাল কিছু ছিল না। বিয়ে হওয়ার পর থেকে যখন তিনি গাঁধী পদবী নিলেন, তারপর থেকেই মৃত্যু অবধি তিনি সারা পৃথিবীর মধ্যে প্রথম শ্রেণির সেলিরেটি হয়ে রইলেন রাজনৈতিক তথা জননেত্রী হিসেবে। আট সংখ্যার কারণে প্রবল ব্যাক্তিত্বের অধিকারী ছিলেন এবং সেই সঙ্গে ছিল বাস্তব দৃষ্টিভঙ্গি।

এ বারে আর একজন জাতকের নাম উল্লেখ করা হল-

রিপম ঘোষ=RIPAM GHOSH, যার জন্মতারিখ=১৫/১১/১৯৯১

রিপম ঘোষের সাইকিক বা জন্মদিন সংখ্যা=১৫ই নভেম্বর=১৫=১+৫=৬

তার লাইফ এক্সপ্রেশান সংখ্যা=?

RIPAM=৯+৯+৭+১+৪=৩০=৩+০=৩

GHOSH=৭+৮+৬+১+৮=৩০=৩+০=৩

রিপম ঘোষের লাইফ এক্সপ্রেশান সংখ্যা হল ৬

রিপম ঘোষের সাইকিক নম্বর ও লাইফ এক্সপ্রেশান নম্বর বা নামের সংখ্যা একই। ফলে এখানে নামের সংখ্যার কোনও পরিবর্তন একদমই প্রয়োজন নেই। নাম ও জন্মদিন একই থাকার কারণে জাতক যে সমাজ বা পরিবেশে বাস করে সেখানে সেই পরিবেশে সামাজিকভাবে খুবই জনপ্রিয়।

আরও পড়ুন: আপনি কি ভ্রমণে ইচ্ছুক? ভ্রমণ রেখা সম্পর্কে জ্যোতিষ কী বলছে জেনে নিন

আগামী সংখ্যায় সাইকিক নম্বর ও নামের সংখ্যার সামঞ্জস্য চার্ট দেখানো হবে তার থেকে আপনারা বুঝতে পারবেন, প্রয়োজনে ক্ষেত্র বিশেষে নামের সংখ্যা পরিবর্তন করে জন্মদিনের সংখ্যার সঙ্গে মিলিয়ে নিয়ে আমাদের জীবনের বাধাগুলি বিশেষ করে গ্রহের কুপিত প্রভাব থেকে ক্ষেত্র বিশেষে ৮০ থেকে ৯৯ শতাংশ বাধা মুক্ত হওয়া যায়।

কাজের সুবিধার জন্যে প্রতিটা অক্ষরের বা লেটারের মান নীচে দেওয়া হল-

1= A,J,S 2=B,K,T 3=C,L,U 4=D,M,V

5= E,N,W 6= F,O,X 7=G,P,Y 8=H,Q,Z

9= I, R

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE