Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পোড়া খাবার কোন কোন দিন খেতে নেই জানেন?

ভাজা, পোড়া খাওয়ার রেওয়াজ প্রায় আমাদের সব বাঙালি ঘরেই দেখা যায়। তবে আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে, বছরে বা সপ্তাহের বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলিতে পোড়া খাবার খেতে নেই।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ০০:০৬
Share: Save:

ভাজা, পোড়া খাওয়ার রেওয়াজ প্রায় আমাদের সব বাঙালি ঘরেই দেখা যায়। তবে আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে, বছরে বা সপ্তাহের বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলিতে পোড়া খাবার খেতে নেই। যদি খাওয়া হয় তা হলে দুর্ভাগ্য অনিবার্য। তবে অনেকেই না জেনে এমন ভুল করে ফেলেন। কিন্তু না জেনে করলেও তার খারাপ প্রভাবটা তো নিতেই হয়। আবার এমন কিছু দিন রয়েছে যখন পোড়া খাবার খেলে খারাপের পরিবর্তে ভালও হয়।

দেখে নেওয়া যাক কোন দিন পোড়া খাবার খাওয়া উচিত আর কোন দিন উচিত নয়—

জন্মদিনে

জন্মদিনে অর্থাৎ জন্মবারে পোড়া খাবার খাওয়া একেবারে নিষিদ্ধ। এমনকি সন্তানের জন্মবারে মায়েরও পোড়া খাবার খেতে নেই। এতে সন্তানের ওপর দুর্ভাগ্যের ছায়া নেমে আসে এবং তার অমঙ্গল হয়।

আরও পড়ুন: বাড়ির ছাদ একেবারে পরিষ্কার রেখেছেন তো? তা না হলেই বিপদ

বৃহস্পতি ও মঙ্গলবার

বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার পোড়া খাবার খেলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন বলে মনে করা হয়। মঙ্গলবার পোড়া খাবার খেলেও জীবনে অমঙ্গল সাধিত হয়।

শুভ তিথিতে

যে কোনও শুভ তিথিতে পোড়া খাবার খেতে নেই। যেমন দুর্গাপুজোর দিনগুলো, দোল পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজো ইত্যাদি।

শুভ অনুষ্ঠানে

যে কোনও শুভ অনুষ্ঠানে পোড়া খাবার খেতে নেই। যেমন বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন প্রভৃতি।

কোনও শুভ কাজে যাওয়ার আগে

কোনও শুভ কাজে যাওয়ার আগে কখনওই পোড়া খাবার খেয়ে যেতে নেই। এর ফলে কাজটি ভেস্তে যেতে পারে।

কোন দিন পোড়া খাবার খাওয়া যাবে—

শনিবার

মনে করা হয় শনিবার পোড়া খাবার খেলে শনিদেবের কুদৃষ্টির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Food
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE