Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কখন হতে পারে স্বাস্থ্যের অবনতি জেনে নিন

স্বাস্থ্যবান দেহ সকলের কামনার বস্তু। ক্ষীণ স্বাস্থ্যের মানুষকে শারীরিক ও মানসিক দিক দিয়ে সারা জীবন ভুগতে হয়। ষষ্ঠ-ভাবের সাব লর্ড যদি শনির সঙ্গে যুক্ত থাকে তাহলে দীর্ঘস্থায়ী অসুখের নির্দেশ করে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ০৫:০০
Share: Save:

স্বাস্থ্যই সম্পদ, তাই আমাদের শরীরকে খুব যত্নে রাখতে হয়। স্বাস্থ্য খারাপ থাকলে সব কিছু থেকেও যেন কিছু নেই মনে হয়। এ যেন নুন ছাড়া রান্না মতো। স্বাস্থ্যবান দেহ সকলের কামনার বস্তু। ক্ষীণ স্বাস্থ্যের মানুষকে শারীরিক ও মানসিক দিক দিয়ে সারা জীবন ভুগতে হয়।

আসুন জেনে নেওয়া যাক কখন হতে পারে আপনার স্বাস্থ্যের অবনতি -

• কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে, শরীর-স্বাস্থ্যের অবনতি তখন হবে, যখন ষষ্ঠ ভাবের সাব লর্ড প্রথম ও ষষ্ঠ ভাবকে নির্দেশ করে এবং কোনও মতেই যদি একাদশ ভাবের সঙ্গে যুক্ত না হয়।
• ষষ্ঠ-ভাবের সাব লর্ড যদি শনির সঙ্গে যুক্ত থাকে তাহলে দীর্ঘস্থায়ী অসুখের নির্দেশ করে।
• ষষ্ঠ-ভাবের সাব লর্ড যদি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে তাহলে তা কোনও কঠিন কোনও রোগের নির্দেশ করে।
• ষষ্ঠ-ভাবের সাব লর্ড যদি বুধের সঙ্গে যুক্ত হয় তাহলে কোনও বিশেষ রোগ বা কঠিন অসুখ নির্দেশ করে।
• ষষ্ঠ-ভাবের সাব লর্ড যদি দ্বাদশ-ভাবে অবস্থিত হয় এবং ষষ্ঠ-ভাবের সাবটি যদি ষষ্ঠ-ভাবের নির্দেশক হয় তবে জাতক বা জাতিকা কঠিন ব্যাধিতে ভুগবে।
• রবি, চন্দ্র, শুক্র যদি ষষ্ঠ ও দ্বাদশ ভাবের নির্দেশক হয় এবং সেই সঙ্গে যদি দ্বিতীয়-ভাব পীড়িত হয় তাহলে চোখের অসুখ হবে।
• দ্বাদশ ভাবের সাব লর্ড যদি ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ভাবের নির্দেশক হয় তাহলেও চোখে কিছু গোলযোগ থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

astrology health fate স্বাস্থ্য
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE