Advertisement
E-Paper

বৃষ রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে ২০২০ সাল

নতুন বছর কেমন কাটবে, জানার আগ্রহ প্রায় সকলের মধ্যেই রয়েছে। নতুন বছর শুভ কাটুক সকলের, তবে কিছু ভাল কিছু মন্দ মিশিয়েই জীবন চলতে থাকে। ২০২০ সাল কেমন কাটবে বৃষ রাশির দেখে নেওয়া যাক—

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ০০:০৫

নতুন বছর কেমন কাটবে, জানার আগ্রহ প্রায় সকলের মধ্যেই রয়েছে। নতুন বছর শুভ কাটুক সকলের, তবে কিছু ভাল কিছু মন্দ মিশিয়েই জীবন চলতে থাকে। ২০২০ সাল কেমন কাটবে বৃষ রাশির দেখে নেওয়া যাক—

• ২০২০ সাল দারুন ভাবে শুরু হবে বৃষ রাশির জন্য। প্রায় সব দিকে শুভ যোগ দেখা যাচ্ছে বৃষ রাশির জন্য। যে কোনও শুভ যোগাযোগ সম্পূর্ণ রূপ নেবে এই বছরে। ২০২০ সালে অধিকাংশ কাজে সাফল্য আসবে এই রাশির।

• ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। এঁরা কর্মস্থানে সাহসী বা উদ্যমী থাকবেন এ বছর। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুন সাফল্য পাবেন।

আরও পড়ুন: ২০২০ সালে কোন রাশির শনির সাড়ে সাতি শেষ হতে চলেছে এবং কোন রাশির শুরু হতে চলেছে, জেনে নিন

• লেখা, সাংবাদিকতার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বিশেষ শুভ যোগ রয়েছে। অভিনয়, সঙ্গীত ও কলা বিভাগের সঙ্গে যুক্তদের নানা সুযোগ আসতে পারে।

• এ বছর গুরুজনদের সঙ্গে খুবই সদ্ভাব বজায় থাকবে। গুরুজনদের সঙ্গে তীর্থ ভ্রমণ হতে পারে। ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছ থেকে নানা ভাবে সাহায্য পাবে।

• বিবাহের জন্য বৃষ রাশির এই বছরটা খুব ভাল। বিবাহ বা প্রণয়ের ক্ষেত্রে এই বছর খুব শুভ বলে মনে করা হচ্ছে। বন্ধুর সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, একই সঙ্গে খুব ভাল বন্ধুর সান্নিধ্য মিলবে।

• কোনও ভাবে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে যদি বিদেশে যাওয়ার সুযোগ আসে, তা হাতছাড়া না করাই বুদ্ধিমানের কাজ হবে। কর্মে নতুন যোগাযোগ হতে পারে। নানা দিক থেকে আয় বৃদ্ধি পেতে পারে এ বছর।

• নতুন বাড়ি, গাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এ বছর। কাজের চাপ বাড়বে। নিয়মিত শরীরচর্চা বিশেষ ভাবে জরুরী। সততা বজায় রেখে চললে ২০২০ সাল খুব ভাল ভাবে কাটবে বৃষ রাশির।

Taurus Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy