Advertisement
১৭ এপ্রিল ২০২৪

সমস্যায় পড়লে এই রাশির জাতকদের ওপর ভরসা করতে পারেন

জীবনে ওঠানামা, টানাপড়েন, চিন্তা, চাপ যে কোনও মুহূর্তেই হাজির হতে পারে। চিন্তা বা কোনও বিষয়ে চাপ জীবনে কখন যে আসবে তা কেউ বলতে পারে না। যখন জীবনে চাপের মুহূর্তে আসে, তখন কোনও কোনও রাশির মানুষ খুবই ঘাবড়ে যান এবং মনোবল হারিয়ে ফেলেন।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০০:০৪
Share: Save:

জীবনে ওঠানামা, টানাপড়েন, চিন্তা, চাপ যে কোনও মুহূর্তেই হাজির হতে পারে। চিন্তা বা কোনও বিষয়ে চাপ জীবনে কখন যে আসবে তা কেউ বলতে পারে না। যখন জীবনে চাপের মুহূর্তে আসে, তখন কোনও কোনও রাশির মানুষ খুবই ঘাবড়ে যান এবং মনোবল হারিয়ে ফেলেন। এতটাই বেশি ভেঙে পড়েন যে সমস্যার সমাধান কী ভাবে হবে তা বুঝে উঠতেই পারেন না। আবার কোনও কোনও রাশির মানুষ নিজের সমস্যায় চাপ মুক্ত থাকেন এবং অন্যদের সমস্যার সমাধানও খুব সহজেই করে দিতে পারেন।

দেখে নেওয়া যাক কোন কোন রাশির মানুষ চাপ মুক্ত থাকতে পারেন—

বৃষ

বৃষ রাশির মানুষ অত্যন্ত ধৈর্যশীল প্রকৃতির হন। এঁরা ধৈর্য এবং বুদ্ধি দিয়ে নিজের এবং অন্যের সমস্যার সমাধান খুব সহজেই করে দিতে পারেন। এঁরা খুব ভেবে চিন্তে কাজ করতে পারেন।

মিথুন

মিথুন রাশির জাতক সব বিষয়ে খুব বিচক্ষণ হন। যে কোনও খারাপ পরিস্থিতিতেও এঁরা মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন। এঁদের দূর দৃষ্টি এতটাই প্রবল যে, পরে কী ঘটবে তার পুর্বাভাস আগে থেকেই বুঝতে পারেন। ফলে সমস্যার সমাধান খুব সহজেই করে ফেলতে পারেন।

আরও পড়ুন: শনির সাড়েসাতি কি শুধুই ভয়ঙ্কর বা অশুভ ফল প্রদান করে?

সিংহ

সিংহ রাশির মধ্যে অন্যকে চালনা করার ক্ষমতা থাকে প্রবল। যতই চাপ আসুক না কেন, পরিস্থিতি নিজের দিকে আনতে খুবই পটু এই রাশি। নিজের এবং অন্যের সমস্যার সমাধান এঁরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে করেন।

মকর

এই রাশির মানুষ প্রখর জ্ঞান এবং শান্ততার সঙ্গে যে কোনও সমস্যার সমাধান করতে পারেন। এই রাশির মানুষ সঙ্গে থাকলে সহজে বিপদের মুখে পড়তে হয় না। আর যদি বিপদ আসে, তা হলে সেই পরিস্থিতি কী ভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা খুব ভাল ভাবেই জানেন মকর রাশির মানুষ।

কুম্ভ

এঁরা একেবারেই আবেগী হন না। তাই খুব বেশি সমস্যায় পড়তে হয় না। তবু যদি সমস্যা আসে, তা নিজের বুদ্ধি দিয়ে মিটিয়ে নেন। নিজের থেকে অন্যের সমস্যায় ঝাঁপিয়ে পড়েন বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE