Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কোন দিন নিরামিষ আহার গ্রহণে শুভ ফল লাভ সম্ভব জেনে নিন

কেউ ভালবাসে আমিষ আবার কেউ নিরামিষ। কিন্তু আমরা সপ্তাহের বিশেষ বিশেষ দিনে নিরামিষ খেয়ে থাকি, যার যার আরাধ্য ভগবানকে তুষ্ট রাখার জন্য।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ০২:০০
Share: Save:

খাবার আমরা যে যার নিজের পছন্দের খেতে ভালবাসি। কেউ ভালবাসে আমিষ আবার কেউ নিরামিষ। খাওয়াটা যার যার নিজের তৃপ্তি। কিন্তু আমরা সপ্তাহের বিশেষ বিশেষ দিনে নিরামিষ খেয়ে থাকি, যার যার আরাধ্য ভগবানকে তুষ্ট রাখার জন্য। যেমন -
রবিবার – রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করে সূর্যদেবের আরাধনা করলে খুব ভাল ফল পাওয়া যায়।
সোমবার – মহাদেবকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি সোমবার নিরামিষ খেয়ে থাকি। এতে মহাদেবের কৃপা লাভ করা যায় ও আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও চন্দ্র গ্রহকে তুষ্ট করার জন্য অনেকে সোমবার নিরামিষ খেয়ে থাকেন। যাদের চন্দ্র গ্রহ দুর্বল তারা অবশ্যই সোমবার নিরামিষ খাবেন।
মঙ্গলবার – প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করলে মা মঙ্গলচণ্ডীর, মা বগলাদেবীর এবং হনুমানজীর আশীর্বাদ পাওয়া যায়। তাছাড়া মঙ্গল গ্রহকে তুষ্ট রাখার জন্য আমরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করে থাকি। যাদের মঙ্গলগ্রহ দুর্বল তারা অবশ্যই মঙ্গলবার নিরামিষ খাবেন।
বুধবার – বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করে থাকেন গণেশজীর আরাধনা করার জন্য। তাছাড়া বুধ গ্রহকে তুষ্ট রাখার জন্য বুধবার নিরামিষ আহার গ্রহণ করা উচিত। যাদের বুধগ্রহ দুর্বল তারা অবশ্যই বুধবার নিরামিষ খাবেন।
বৃহস্পতিবার – প্রতি বৃহস্পতিবার আমরা অনেকেই নিরামিষ খাই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য তাছাড়া বৃহস্পতি গ্রহকে তুষ্ট রাখার জন্য। যাদের বৃহস্পতিগ্রহ নিচস্ত বা বক্রী তারা অবশ্যই বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করবেন।
শুক্রবার – সন্তোষী মাতার উপবাস করার জন্য ও শুক্র গ্রহকে তুষ্ট রাখার জন্য শুক্রবার নিরামিষ আহার গ্রহণ করা হয়। যাদের শুক্র গ্রহ দুর্বল তারা অবশ্যই শুক্রবার নিরামিষ খাবেন।
শনিবার – বেশির ভাগ মানুষই শনিবার নিরামিষ খেয়ে থাকেন শনিদেব ও মা কালীর উপবাস করার জন্য। শনিবারে নিরামিষ আহার গ্রহণ করলে শনিদেবর কৃপা লাভ করা যায়। যাদের শনিগ্রহ দুর্বল তাদের শনিবার আমিষ আহার একদম বর্জন করা উচিত।
এছাড়া রাহুকে তুষ্ট রাখার জন্য শনিবার এবং কেতুকে তুষ্ট রাখার জন্য মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করা অতি আবশ্যক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE