Advertisement
১৯ মে ২০২৪

জন্মবার অনুযায়ী কোন শুভ চিহ্ন আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করবে

আমরা অনেক রকম শুভচিহ্নের কথা জানি। জন্মবার অনুযায়ী এই শুভচিহ্ন বাড়িতে রাখলে আপনার শুধু ভাগ্য ফিরবে না, তার সঙ্গে বাস্তুদোষও অনেকটা কেটে যাবে। এই শুভচিহ্নগুলি রাখতে হবে বাড়ির দরজার সামনে বা চৌকাঠের ওপর, নিজের গাড়িতে, বসার ঘরে অথবা অফিসে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

আমরা অনেক রকম শুভচিহ্নের কথা জানি। জন্মবার অনুযায়ী এই শুভচিহ্ন বাড়িতে রাখলে আপনার শুধু ভাগ্য ফিরবে না, তার সঙ্গে বাস্তুদোষও অনেকটা কেটে যাবে। এই শুভচিহ্নগুলি রাখতে হবে বাড়ির দরজার সামনে বা চৌকাঠের ওপর, নিজের গাড়িতে, বসার ঘরে অথবা অফিসে। আবার যদি নিজের সঙ্গে রাখতে চান, তা হলে লকেট বা আংটিতে অথবা ব্রেসলেটে এই শুভচিহ্ন বানিয়ে পরতে পারেন। তবে জন্মবার অনুসারে এক এক জনের চিহ্ন এক একরকম হয়।

তাই সাতটি বারের জন্য সাত রকম শুভচিহ্ন রয়েছে। এ বার দেখে নেওয়া যাক কোন বারের জন্য কোন চিহ্নটি শুভ:

• রবিবার– যাদের রবিবারে জন্ম তাদের জন্য পদ্মফুলের চিহ্ন খুব শুভ বলে মানা হয়। এতে আপনার ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ির বাস্তুদোষ অনেকটা কমে যাবে।

• সোমবার– যে জাতক-জাতিকার সোমবারে জন্ম, তাদের শুভচিহ্ন হল উদিত সূর্য। উদিত সূর্য এই বারের পক্ষে খুব শুভ।

আরও পড়ুন: সারা বছর সুস্থ থাকতে চৈত্র সংক্রান্তিতে কী খেতে হয়

• মঙ্গলবার– যে সকল জাতক-জাতিকার মঙ্গলবারে জন্ম, তাদের শুভচিহ্ন ত্রিশূল। এই ত্রিশূল চিহ্নটি আপনাদের বসার ঘরে বা সদর দরজার সামনে রাখতে হবে।

• বুধবার– যাদের বুধবারে জন্ম, তাদের জন্য শুভ স্বস্তিক চিহ্ন। তবে এই স্বস্তিক চিহ্ন অন্যরাও ব্যবহার করতে পারবেন।

• বৃহস্পতিবার– বৃহস্পতিবার যাদের জন্ম, তাদের শুভচিহ্ন খাঁড়া বা খর্গ। এই খর্গটি দরজার মাথার ওপর রাখতে হবে।

• শুক্রবার– যাদের শুক্রবারে জন্ম, তাদের শুভচিহ্নটি হল ‘ওঁ’ চিহ্ন। এই ‘ওঁ’ চিহ্নটি বাড়ির দরজার চৌকাঠের ওপর রাখতে হবে। অথবা দরজার মাথার ওপর রাখলেও হবে।

• শনিবার– যাদের শনিবারে জন্ম তাদের শুভচিহ্ন হল শঙ্খ। বিশেষ করে দক্ষিণাবর্ত শঙ্খ হলে খুব ভাল ফল হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lucky sign Birthsign Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE