Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তিল ও বিবাহিত জীবনে এর ভূমিকা

তিল সাধারণত জন্মের পর থেকেই গজিয়ে উঠতে শুরু করে। কিন্তু কিছু তিল আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই গজিয়ে উঠতে পারে, যেগুলি আপনার বর্তমান কর্মের ইঙ্গিত দেয়। শরীরে তিলের অবস্থান, রং, আকার এবং তার অদৃশ্য হয়ে যাওয়া ইঙ্গিত দেয় আপনার ভাগ্যের পরিবর্তনের।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৫
Share: Save:

তিল সাধারণত জন্মের পর থেকেই গজিয়ে উঠতে শুরু করে। কিন্তু কিছু তিল আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই গজিয়ে উঠতে পারে, যেগুলি আপনার বর্তমান কর্মের ইঙ্গিত দেয়। শরীরে তিলের অবস্থান, রং, আকার এবং তার অদৃশ্য হয়ে যাওয়া ইঙ্গিত দেয় আপনার ভাগ্যের পরিবর্তনের।

এখন জেনে নেওয়া যাক বিবাহিত জীবনে তিলের ভূমিকা—

১। কণ্ঠার হাড়ের জায়গায় তিল থাকলে তা ইঙ্গিত করে আপনার বিয়ের পরে ভাগ্য পরিবর্তনের প্রবল সম্ভাবনার।

২। যদি আপনার নাকের উপর তিল থাকে এবং আপনার সঙ্গে একের পর এক খারাপ ঘটনা ঘটতে থাকে এবং লক্ষ্যে পৌঁছতে অনেক পরিশ্রম করতে হয়, তা হলে চিন্তা করবেন না। এর জন্য বিয়ে হওয়া প‌র্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ বিয়ের পর আপনি সুখের মুখ অবশ্যই দেখবেন।

আরও পড়ুন: ২০২০ সালে কোন কোন জন্মমাসের জাতক-জাতিকারা বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন

৩। বুকের বাম দিকে তিল থাকলে বলা হয় যে, সেই ব্যক্তি খুবই সহানুভূতিশীল হয়ে থাকেন। কিন্তু জীবনে তাকে লড়াই করতে হয়। তবে বিয়ের পরেই এই অবস্থার একেবারেই পরিব‌র্তন ঘটতে শুরু করে।

৪। পায়ের নীচে যাঁদের তিল থাকে, বলা হয় যে তাঁদের নাকি দেশে ও বিদেশে ভ্রমণের সৌভাগ্য থাকে। কিন্তু তা অবশ্যই বিয়ের পরে।

৫। ভ্রুয়ের নীচে তিল থাকলে বিয়ে হওয়ার আগে পর্যন্ত সম্পর্কের জটিলতা, পারিবারিক অশান্তির সমস্যায় ভুগতে হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mole
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE