Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বহু সমস্যার কারণ পীড়িত বুধ, জেনে নিন সহজ কিছু প্রতিকার

বুধ গ্রহকে বুদ্ধির কারক গ্রহ হিসেবে মানা হয়। জন্মছকে এই গ্রহ পীড়িত থাকলে মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বুধ গ্রহ একক ভাবে শুভ স্থানে থাকলে শুভ ফল এবং অশুভ স্থানে থাকলে অশুভ ফল দেয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২০ ০০:০৬
Share: Save:

বুধ গ্রহকে বুদ্ধির কারক গ্রহ হিসেবে মানা হয়। জন্মছকে এই গ্রহ পীড়িত থাকলে মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বুধ গ্রহ একক ভাবে শুভ স্থানে থাকলে শুভ ফল এবং অশুভ স্থানে থাকলে অশুভ ফল দেয়।

দেখে নেওয়া যাক বুধ গ্রহ পীড়িত হলে তার সহজ কিছু প্রতিকার—

১) লগ্নে বুধ পীড়িত হলে—

• যে কোনও সবুজ রঙের জিনিস বর্জন করুন।

• বুধবার মাংস, ডিম বা নেশার জিনিস গ্রহণ করবেন না।

• যদি ব্যবসা করেন, তবে স্থায়ী ব্যবসা করুন, ঘুরে ব্যবসা চলবে না।

২) দ্বিতীয় স্থানে বুধ পীড়িত—

• প্রতি দিন পাঁচটি তুলসীপাতা খান।

• পায়রা, ছাগল, মুরগি ইত্যাদি পুষবেন না।

৩) তৃতীয় স্থানে অশুভ বুধ—

• রোজ নুন দিয়ে দাঁত মাজুন।

• পাখিদের চাল, গম জাতীয় কিছু খাওয়ান।

• শ্বাসকষ্টের রোগীদের ওষধ দান করুন।

আরও পড়ুন: জন্মছকের গ্রহ বিন্যাস থেকে দেখে নিন আপনি মাঙ্গলিক কি না

৪) চতুর্থ স্থানে অশুভ বুধ—

• সোনা অথবা রুপোর যে কোনও গয়না পরুন।

• প্রতি দিন কপালে চন্দন ও কেশরের তিলক লাগান।

• বুধবার বাঁদরকে খাওয়ান।

৫) পঞ্চমে অশুভ বুধ—

• সাদা সুতোতে একটি তামার পয়সা বেঁধে গলায় পরুন।

• বড়দের বস্ত্র ও শিশুদের খেলনা দিন।

• গরুকে শাকসব্জি খাওয়ান।

৬) ষষ্ঠ স্থানে অশুভ বুধ—

• যে কোনও একটি রুপোর গয়না কোনও বিবাহিত মহিলাকে উপহার দিন।

• কোনও শুভ কাজ করার আগে নিজের মেয়ে ও বোনকে সঙ্গে নিয়ে যান।

• একটি বোতলে গঙ্গাজল ভরে যে জমিতে চাষ করা হয় সেখানে পুঁতে দিন।

৭) সপ্তম স্থানে বুধ অশুভ হলে—

• শেয়ারে বিনিয়োগ করবেন না।

• মহিলাদের অসম্মান করবেন না।

• কখনও ভিখারিকে অর্থ দেবেন না, জিনিস কিনে দেবেন।

৮) অষ্টমে অশুভ বুধ—

• একটি মাটির পাত্রে কিছুটা মধু দিয়ে মাটিতে পুঁতে দিন।

• একটি পাত্রে দুধ বা বৃষ্টির জল ছাদে রেখে দিন।

• কোনও মহিলাকে নথ উপহার দিন।

৯) নবমে বুধ অশুভ হলে—

• সবুজ বর্ণকে উপেক্ষা করুন।

• ধার্মিক স্থানে কিছু দান করুন।

• ফকিরের কাছ থেকে কিছু গ্রহণ করবেন না।

১০) দশমে বুধ অশুভ হলে—

• মাছ, মাংস, ডিম যতটা সম্ভব বর্জন করুন।

• ধার্মিক স্থানে চাল ও দুধ দান করুন।

১১) একাদশে বুধ অশুভ হলে—

• পান্না বা সবুজ রঙের যেকোনো জিনিস বর্জন করুন।

• তামার আংটি পরুন।

১২) দ্বাদশে বুধ অশুভ হলে—

• স্টিলের আংটি অনামিকায় ধারন করুন।

• কেশরের জলে স্নান করুন।

• যে কোনও শুভ কাজ করার আগে বাবা-মায়ের অনুমতি নিন ও প্রণাম করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birth Chart Mercury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE