Advertisement
০২ মে ২০২৪

ওঁ শান্তি শান্তি শান্তি।। তিন বার শান্তি পাঠের প্রয়োজন কেন?

হে ব্রহ্ম (ঈশ্বর), আপনি আমাদের এই বিবিধ ক্লেশ থেকে দূরে রেখে সর্বদা কল্যাণ কর্মে প্রবৃত্ত করুন। কেননা, আপনি কল্যাণস্বরূপ, সমগ্র জগতের কল্যাণকারী এবং ধার্মিক ও কল্যাণদাতা।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৭
Share: Save:

এই মন্ত্রের সঠিক অর্থ হচ্ছে, ‘হে ঈশ্বর, আত্মজ্ঞান লাভের সকল বাধাবিঘ্ন দূর করুন।’

তিন প্রকার বাধা দূর করার জন্য তিন বার শান্তি বলা হয়। তিনটি বাধা হল-

১. আধ্যাত্মিক- আত্মা ও শরীরে অবিদ্যা, রাগ, দ্বেষ, মূর্খতা এবং জ্বর পীড়াদি হয়।

২. আধিভৌতিক- যাহা শত্রু, ব্যাঘ্র, সর্পাদি থেকে প্রাপ্ত হয়।

৩. আধিদৈবিক- যাহা অতিবৃষ্টি, অতিশীলা, অতি উষ্ণতা এবং মন ও ইন্দ্রিয় সমূহের অশান্তি থেকে উৎপন্ন হয়।

আরও পড়ুন: ঠাকুরঘরে এই জিনিসগুলো রাখুন, আর দেখুন মা লক্ষ্মী কী ভাবে আপনার ওপর কৃপা করেন

হে ব্রহ্ম (ঈশ্বর), আপনি আমাদের এই বিবিধ ক্লেশ থেকে দূরে রেখে সর্বদা কল্যাণ কর্মে প্রবৃত্ত করুন। কেননা, আপনি কল্যাণস্বরূপ, সমগ্র জগতের কল্যাণকারী এবং ধার্মিক ও কল্যাণদাতা।

অতএব তা আপনি স্বয়ং নিজ কৃপায় সকল জীবের হৃদয়ে প্রকাশিত করুন, যেন সকল জীব ধর্মাচরণ করে, অধর্ম পরিত্যাগ করে পরমানন্দ প্রাপ্ত হয় ও দুঃখ থেকে দূরে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE