আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা চুল কাটার সময় কোনও দিনক্ষণ দেখার প্রয়োজন বোধ করেন না। যখন-তখন চুল কেটে ফেলেন। কিন্তু চুল সঠিক দিনক্ষণ দেখে না কাটলে জীবনে নেমে আসতে পারে নানান সমস্যা। জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু দিন রয়েছে যে দিনগুলোতে একেবারেই চুল কাটা উচিত নয়। সপ্তাহের এক এক দিন চুল কাটার পৃথক পৃথক ফলপ্রাপ্তিও হয়। জেনে নিন সেগুলি কী কী।
আরও পড়ুন:
দেখে নেওয়া যাক সপ্তাহের কোন দিন চুল কাটা যাবে বা যাবে না:
রবিবার– ছুটির দিন হলেও চুল কাটার জন্য রবিবার দিনটি না বাছাই করাই ভাল।
সোমবার– সোমবার দিন চুল কাটলে অনেক নেতিবাচক শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন চুল কাটতে পারেন।
মঙ্গলবার– এই দিন চুল কাটা মহিলাদের ক্ষেত্রে নিষিদ্ধ। তবে ছেলেরাও মঙ্গলবার চুল না কাটলেই ভাল হয়।
বুধবার– চুল কাটার জন্য বুধবার দিনটি উপযুক্ত। এই দিন চুল কাটলে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়।
বৃহস্পতিবার– ছেলে এবং মেয়ে, উভয়ের চুল কাটার জন্যই বৃহস্পতিবার দিনটি শুভ নয়।
আরও পড়ুন:
শুক্রবার– শুক্রবার চুল কাটার জন্য উপযুক্ত দিন। এই দিন যে কেউ চুল কাটতে পারেন।
শনিবার– শনিবার দিনটি মহিলাদের চুল কাটার জন্য নিষিদ্ধ।
মহিলাদের গর্ভাবস্থায় চুল কাটা কি অশুভ?
* গর্ভবতী মহিলাদের চুল কাটা উচিত নয়। মনে করা হয়, গর্ভধারণের জন্য মহিলাদের যে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তা চুল কাটার ফলে প্রকৃতির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে, ফলে সন্তানের উপর তার খারাপ প্রভাব পড়ে।
আর কোন দিন চুল কাটতে নেই?
* এ ছাড়া অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশীর দিনেও চুল কাটা উচিত নয়। যে কোনও শুভ তিথিতেও চুল কাটতে নেই। জন্মবারেও চুল কাটা ঠিক নয় বলে জানাচ্ছে শাস্ত্র।