দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর পালা মিটে গেলেও বাঙালি হিন্দুদের উৎসবের মেজাজ কিন্তু এখনও ফুরিয়ে যায়নি। এ বার পালা দেবী কালীকে ঘরে আনার। ২০ নভেম্বর, সোমবার কালীপুজো। সেই দিনই বহু বাড়িতে মহালক্ষ্মীর পুজো হয় এবং বাড়ি থেকে অলক্ষ্মীকে বিদায় করা হয়। দীপান্বিতা অমাবস্যার আগে তাই ঘরে বিশেষ কিছু পরিবর্তন আনা অবশ্যম্ভাবী। তা হলে দেবী লক্ষ্মীর সঙ্গে সঙ্গে মা কালীরও আশীর্বাদ প্রাপ্তি হয়। জেনে নিন কী কী পরিবর্তন আনবেন।
আরও পড়ুন:
কালীপুজোর আগে বাড়িতে কী কী করতে হবে?
- দীপান্বিতা অমাবস্যার আগে বাড়ির উত্তর কোণে টাকাপয়সা ও অন্যান্য সম্পদ রাখার স্থান তৈরি করুন। দীপাবলি পর্যন্ত সেখানেই সমস্ত কিছু রেখে দিন। কারণ শাস্ত্রমতে, উত্তর দিকটি হল মা লক্ষ্মীর দিক। এই দিকে ধনসম্পদ রাখলে তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে বলে বিশ্বাস করা হয়।
- বাড়ির উত্তর দিকে ভুলেও ময়লা ফেলার জায়গা রাখবেন না। দীপাবলির আগে বাড়ির উত্তর দিক থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। সেই স্থান পরিষ্কার রাখার চেষ্টা করুন।
আরও পড়ুন:
- বাড়ির সদর দরজার সামনেটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। সম্ভব হলে সেখানে আলপনা এঁকে রাখতে পারেন। সদর দরজার সামনে ভুলেও জুতো জমিয়ে রাখা যাবে না। সেই স্থানে পাতা পাপোশটিও নিয়মিত পরিষ্কার করতে হবে।
- বাড়িতে তুলসীগাছ না থাকলে একটি তুলসীগাছ আনুন। বাড়ির যে কোণে পর্যাপ্ত সূর্যালোক পৌঁছোয়, গাছটিকে সেখানে রাখুন। উত্তর বা উত্তর-পূর্ব কোণ তুলসীগাছ রাখার জন্য উপযুক্ত। সেটিকে দু’বেলা জল দিন এবং গাছটির সামনে প্রদীপ জ্বালান।