বাড়িতে মানি প্ল্যান্ট রাখার গুণাগুণের ব্যাপারে আমরা অনেকেই জানি। কথিত রয়েছে, যেই বাড়িতে মানি প্ল্যান্ট থাকে সেখানে কখনও অর্থের সমস্যা দেখা যায় না। বাড়ির বাস্তু নেগেটিভ শক্তির কবল থেকেও মুক্তি পায়। তবে কেবল মানি প্ল্যান্ট রাখলেই হবে না। সেটির ঠিকঠাক যত্নও নিতে হবে। মানি প্ল্যান্টের পাতা যদি শুকিয়ে পড়ে যায় তা হলে বুঝতে হবে কোনও সমস্যা আসতে চলেছে। বাড়িতে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটলেও এমনটা হতে পারে। এ ছাড়া বাড়িতে মানি প্ল্যান্ট রাখতে গেলে আরও একটি ব্যাপারে নজর রাখা আবশ্যক। বাড়ির কোথায় মানি প্ল্যান্ট রাখছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। ভুল জায়গায় মানি প্ল্যান্ট রাখলে শুভ হওয়ার বদলে অশুভ হতে পারে। সংসারে আর্থিক অনটন নেমে আসার সঙ্গে সঙ্গে আরও নানা খারাপ প্রভাব পড়তে পারে। জেনে নিন মানি প্ল্যান্ট রাখার সঠিক জায়গা কোনটি এবং এটি রাখার ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হবে।
আরও পড়ুন:
বাড়ির কোথায় মানিপ্ল্যান্ট রাখা শুভ?
বাড়ির দক্ষিণ-পূর্ব দিক হল মানি প্ল্যান্ট রাখার জন্য উপযুক্ত। এই গাছটিকে এখানে রাখলে বাড়ি পজ়িটিভ শক্তিতে ভরে ওঠে। আর্থিক দিক দিয়েও উন্নতি হয়।
বাড়ির কোথায় কোথায় মানিপ্ল্যান্ট রাখা যাবে না?
· বাড়ির উত্তর-পূর্ব কোণে ভুলেও মানিপ্ল্যান্ট রাখবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। উত্তর-পূর্ব দিক মানি প্ল্যান্ট রাখার জন্য মোটেও শুভ নয়।
· অনেকেই বাথরুমে মানিপ্ল্যান্ট রাখেন। কিন্তু এই কাজটি করা উচিত নয়। এর ফলে সংসারে আর্থিক অনটন নেমে আসতে পারে। বাথরুম থেকে নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করার আশঙ্কাও বৃদ্ধি পায়।
আরও পড়ুন:
· রান্নাঘরেও মানি প্ল্যান্ট রাখা যাবে না। এর ফলে বাড়িতে অশান্তি হতে পারে বলে মনে করা হয়।
· বাড়ির বাইরেও মানি প্ল্যান্ট রাখা শুভ নয়। এতে গাছেরও ক্ষতি হয় কারণ এই গাছ অতিরিক্ত সূর্যালোকে বেড়ে উঠতে পারে না। আর বাস্তুতেও এর শুভ প্রভাব পড়ে না।
মানি প্ল্যান্ট রাখার ক্ষেত্রে আর কী কী জিনিস মাথায় রাখবেন?
· আপনার বাড়ির মানি প্ল্যান্ট থেকে শাখা বা পাতা নিয়ে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়ির শুভ শক্তি অন্যের কাছে চলে যেতে পারে বলে মনে করা হয়।
· অন্য কারও কাছ থেকে বা অন্য কোনও জায়গা থেকে মানি প্ল্যান্ট এনে নিজের বাড়িতে লাগাবেন না। এতে শুভ ফল পাওয়ার বদলে অশুভ ফল লাভের আশঙ্কা বেশি থাকে। মানি প্ল্যান্ট সব সময় দোকান থেকে কিনে এনে বাড়িতে রাখা ভাল।
আরও পড়ুন:
· মানি প্ল্যান্টে শুকনো ও হলুদ পাতা রেখে দেবেন না। গাছের পাতা যখনই হলুদ হয়ে যাবে বা শুকিয়ে যাবে, তখনও তাদের ছিঁড়ে ফেলে দেবেন। গাছের খারাপ পাতা যদি গাছে থেকে যায় তা হলে অর্থকষ্ট আসতে পারে বলে মনে করা হয়।
· মানি প্ল্যান্টের শাখা-প্রশাখা যাতে মেঝেতে না ঠেকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। শাস্ত্রমতে, এই গাছের শাখা-প্রশাখা যত বৃদ্ধি পাবে, আপনার ভাগ্যও তত খুলবে। তাই তাদেরকে সর্বদা উপরের দিকে বাড়তে দিতে হবে। প্রয়োজনে টবে কোনও লাঠি পুঁতে তাতে গাছের শাখাগুলি পেঁচিয়ে দিতে হবে। এতে আপনারই মঙ্গলসাধন ঘটবে।