মঙ্গল দ্রুত গতির গ্রহ। শনি, রাহু, কেতু বা বৃহস্পতির মতো দীর্ঘ সময় এক রাশিতে মঙ্গল অবস্থান করে না। জ্যোতিষশাস্ত্র মতে, ধীর গতির গ্রহদের এক রাশিতে দীর্ঘ সময় অবস্থান করার কারণে ফলদানের ক্ষমতা বেশি। অর্থাৎ, শুভ বা অশুভ উভয় ফলই বেশি দেয়। এই কারণে আমরা ধীর গতির গ্রহের গোচরে বেশি চিন্তিত হয়ে পড়ি। তুলনামূলক দ্রুত গতির গ্রহের গোচর নিয়ে আমরা সাধারণত খুব বেশি মাথা ঘামাই না। দ্রুত গতির গ্রহ অল্প সময় এক রাশিতে অবস্থান করলেও তাদের প্রভাব কখনও কখনও চিন্তার কারণ হয়ে ওঠে। মঙ্গলের গোচরও অনেকটা সে রকমই। কম সময় থাকলেও এর প্রভাবে নানা খারাপ জিনিস হতে পারে। মঙ্গলের মতো গ্রহ যখন অশুভ, শত্রু গ্রহের সঙ্গে অবস্থান বা সংযোগ সৃষ্টি করে তখন সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই সময় সতর্ক থাকা আবশ্যক। কিন্তু সকলের ক্ষেত্রে নয়, কাদের জন্য সেটি চিন্তার কারণ তা বিশেষ কিছু বিষয়ের উপর নির্ভর করে।
জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গলের সঙ্গে রক্ত, রক্তপাত, দুর্ঘটনা, বিবাদ, যুদ্ধ, অশান্তি, অস্ত্র, বিশেষত আগ্নেয়াস্ত্র, অগ্নি, ভূমি, বিদ্যুৎ, বজ্রপাত ইত্যাদি খারাপ জিনিসের সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন:
৭ জুন, ভারতীয় সময় রাত ২টো ১৩ মিনিটে মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গমন করে আগামী ২৮ জুলাই রাত ৭টা ৫৯ মিনিট পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান করবে।
সিংহ রাশি হল রবির স্থান। সিংহ হল মঙ্গলের মিত্র ক্ষেত্র এবং অগ্নি কারক রাশি। মঙ্গল উষ্ণ গ্রহ। সিংহ রাশিতে ইতিমধ্যে উপস্থিত কেতু। শাস্ত্রমতে, কেতু মঙ্গলের ন্যায় গ্রহ। অর্থাৎ, মঙ্গল সিংহ রাশিতে গমন করে বিশেষ সক্রিয় হয়ে উঠবে। ঠিক উল্টো দিকে, অর্থাৎ সপ্তম স্থানে কুম্ভ রাশিতে উপস্থিত রাহু। অর্থাৎ, রাহু-কেতু অক্ষে উপস্থিত হবে মঙ্গল। মঙ্গলের সাপেক্ষে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান শুভ হলেও রাহু-মঙ্গলের সংযোগ শুভ বলা যায় না।
আরও পড়ুন:
এই সংযোগ, অর্থাৎ মঙ্গলের গোচরে সৃষ্টি গ্রহের সংযোগ রাষ্ট্র তথা সারা পৃথিবীতে প্রভাব ফেলবে। সারা বিশ্বে এই সময়কালে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বজ্রপাত, দুর্ঘটনা, রক্তপাত, যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রবল। ভারতেও এর প্রভাব দেখা যাবে।
এই সময় আগুন, ছুরি, কাঁচি ইত্যাদি ব্যবহার করুন সচেতনতার সঙ্গে। অতিরিক্ত আত্মবিশ্বাস বৃদ্ধির কারণে যানবাহন চালানোর সময় অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে। যে কোনও গ্রহের সংযোগ যে কেবলমাত্র অশুভ ফল দান করে তা নয়। শুভ এবং অশুভ উভয় প্রকার ফলের সম্ভাবনাই সৃষ্টি করে। এ ক্ষেত্রে যদিও অশুভ হওয়ার আশঙ্কাই বেশি।
আরও পড়ুন:
কারা বিশেষ ভাবে এর অশুভ প্রভাবে প্রভাবিত হবে বা অশুভ প্রভাব কাদের উপর পড়বে তা ব্যক্তিগত জন্মছকের উপর নির্ভর করছে। এই সময়কালে সকলেই সাবধানে থাকুন, সুস্থ থাকুন।