—প্রতীকী ছবি।
মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান হলেও রবির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। মাসের প্রথম ভাগে আয়ের ক্ষেত্রে সমস্যা হলেও পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।
বৃষ রাশির আয়ের ক্ষেত্রে রাহুর অবস্থান রয়েছে এবং শুক্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। মাসের প্রথম ভাগে আয় সংক্রান্ত বিষয়ে শুভ ফল পেলেও পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।
মিথুন রাশির আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মাসের প্রথম ভাগে মিশ্র ফল পেলেও পরবর্তী ভাগে শুক্রের রাশি পরিবর্তনের পর শুভ ফল প্রাপ্ত হবে।
কর্কট রাশির আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান শুভ ফল দান করবে। মাসের দ্বিতীয় ভাগে আয়ক্ষেত্র অধিপতির নিজের ক্ষেত্রে গমনে শুভ ভাব বৃদ্ধি পাবে।
সিংহ রাশির আয়ক্ষেত্রে মঙ্গলের অবস্থান। মাসের প্রথম সপ্তাহে আয়ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে গমনের সঙ্গে সঙ্গে আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে।
কন্যা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে রাহুর দৃষ্টি সম্পর্ক থাকায় মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
তুলা রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান ও শনির সঙ্গে দৃষ্টি সম্পর্ক থাকলেও শুভ ফল লাভ করবেন।
আয়ক্ষেত্রের অবস্থান অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক এই মাসে শুভ ফল পাবেন।
ধনু রাশির আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিশ্র ফল প্রাপ্ত হলেও, পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ভাগে শুভ ফল প্রাপ্ত হবে।
মকর রাশির আয় ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় শুভ ফল লাভ করবেন।
কুম্ভ রাশির জাতক আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে।
মীন রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক থাকায় শুভ ফল প্রাপ্ত হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy