আমাদের সকলেরই অতি পরিচিত একটি পাখি হল কাক। সকাল-বিকেল, যেখানেই যাই না কেন, আমরা কাকের দেখা পেয়ে থাকি। কিন্তু এই পরিচিত পাখির ব্যাপারে নানা জিনিসই আমাদের কাছে অপরিচিত রয়েছে। শাস্ত্রে কাকের গুরুত্ব অনেক। সেই বিষয়ে আমরা অনেকেই জানি না। কাক আমাদের কাছে বহু বার্তা বয়ে নিয়ে আসে। সেগুলি সম্বন্ধে আমাদের জানা নেই বা আমরা তাদের ‘কা কা’ ডাককে বিশেষ গুরুত্ব দিই না বলে বুঝতে পারি না। কাক দেখলেই তাড়িয়ে না দিয়ে তাদের ভাষা বোঝার চেষ্টা করুন, তাদের আকার-ইঙ্গিত লক্ষ করে দেখুন। শাস্ত্রমতে, প্রতি দিন কাককে খাবার দিলে নানা সুফল লাভ করা যায়। এই কাজটি করলে শনিদেব অত্যন্ত তুষ্ট হন এবং আশীর্বাদ করেন। অনেকেই মনে করেন কাক ডাকার অর্থ শুধুই অশুভ, তবে সেই ধারণা ভুল। কাকের ডাকের নানা অর্থ রয়েছে। এই প্রতিবেদন থেকে জেনে নিন কোন সময় কাক ডাকার অর্থ কী।
আরও পড়ুন:
আপনার উদ্দেশে কাক ডাকার অর্থ:
১. কাক যদি আপনার দিকে তাকিয়ে এক ভাবে ডেকেই চলে তা হলে বুঝতে হবে কাক আপনাকে আপনার মনের কথা শুনতে বলছে। এর অর্থ হল, আমাদের ভিতরে অনেক কিছুই চলতে থাকে যাকে আমরা পাত্তা দিই না, তবে এর ফলে আমরা অনেক বিপদেও পড়ে থাকি। সেই কথা শুনতে বলার জন্যই কাক অনেক সময় আমাদের দিকে তাকিয়ে এক ভাবে ডেকে চলে।
২. কাক আপনার দিকে তাকিয়ে তিন বার ডেকে চুপ করে গেলে বুঝতে হবে সামনে কোনও বিরাট পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনের ফলে আপনার ভাল হওয়ার সম্ভাবনাই বেশি।
৩. কাকের ডাক যদি আপনার কানে তার কান্নার মতো ঠেকে তা হলে বুঝতে হবে সে আপনাকে কোনও আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে। আপনাকে সতর্ক করার জন্যই এসেছে সে।
আরও পড়ুন:
দিনের বিভিন্ন সময়ে কাক ডাকার অর্থ:
১. ভোরবেলা কাকের ডাক শোনার অর্থ শুভ। এর মানে সেই দিনটি আপনার ভাল কাটতে চলেছে।
২. সকালে বাড়ি থেকে বেরিয়েই কাকের ডাক শুনতে পাওয়াও শুভ ইঙ্গিত দেয়।
৩. রাতের বেলা কাকের ডাক শুনতে পাওয়া শুভ নয়। মনে করা হয়, কোনও আসন্ন বিপদের ব্যাপারে কাক আপনাকে সতর্ক করছে। কোনও অশুভ শক্তির ব্যাপারে জানান দিচ্ছে বলেও মনে করা হয়।
৪. দিনের যে কোনও সময়েই আপনার জানলার বাইরে কাক এসে ডাকলে বুঝতে হবে যে সে কোনও খারাপ খবর সঙ্গে করে নিয়ে এসেছে। কথিত রয়েছে, কাক কোনও মৃত্যুর খবর সঙ্গে করে নিয়ে আসে পৌঁছে দেওয়ার জন্য।