বাস্তুদোষ কাটাতে কী করবেন? প্রতীকী ছবি।
জীবনে চলার পথে নানা ঝড়ঝঞ্ঝা আসে, যার ফলে আমাদের সুখ-শান্তি ও উন্নতিতে বাধা আসে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ কয়েকটি বাস্তু টোটকা রয়েছে, যা মেনে চলতে পারলে, জীবনে বহু দিক থেকে উন্নতি করা যেতে পারে।
টোটকা—
১) বাড়ির সদর দরজার আশপাশে বা কাছাকাছি কোনও নোংরা আবর্জনা রাখা যাবে না এবং সদর দরজার কাছে রাতে সব সময়ে বড় আলো জ্বেলে রাখতে হবে।
২) রান্নাঘরে কখনওই কীটনাশক বা বিষ জাতীয় কোনও জিনিস রাখতে নেই।
৩) বাথরুমের দরজা কোনও সময়ে খোলা রাখতে নেই।
৪) অর্থনৈতিক দিক ভাল রাখতে বাড়ির উত্তর-পূর্ব দিকে একটা কাচের শিশিতে কিছুটা নুন রেখে দিন।
৫) রান্নাঘর কিংবা শৌচালয় থেকে জল পরা খুবই অশুভ বলে মানা হয়।
৬) নানা প্রকার সমস্যার সমাধান করতে বাড়ির উত্তর এবং পূর্বদিকে তুলসী গাছ রাখুন।
৭) আলমারি বা টাকা রাখার জায়গায় কখনও নোংরা বা ঝাঁটা, জুতো রাখতে নেই।
৮) নিজের বাড়িতে কর্মের জায়গায় হোক বা অফিসের কর্মস্থল, খুব বেশি আসবাবপত্র রাখতে নেই। একটু ফাঁকা রাখতে হয়।
৯) টাকা রাখার জায়গা অর্থাৎ, আলমারি সর্বদা সোনালি রঙের করতে হয়।
১০) বাড়িতে জলপ্রবাহ হচ্ছে, এমন ছবি বা ঝর্নার ছবি রাখলে আর্থিক উন্নতি খুব ভাল হয়।
১১) খেয়াল রাখতে হবে বাড়ির ছাদের ঢাল যেন দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy