Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৩
Astrological Tips

ভাত ফেললে কী ক্ষতি হয়? জ্যোতিষশাস্ত্র মতে তা অশুভ কেন?

খাদ্যদ্রব্য পড়ে যাওয়া বা ফেলে নষ্ট করা বাস্তু শাস্ত্রমতে অশুভ।

ভাত ফেলা অশুভ হলেও অতিরিক্ত ভাত পশু-পাখিকে খাওয়ালে তা সংসারের পক্ষে শুভ মনে করা হয়।

ভাত ফেলা অশুভ হলেও অতিরিক্ত ভাত পশু-পাখিকে খাওয়ালে তা সংসারের পক্ষে শুভ মনে করা হয়। প্রতীকী ছবি।

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ২১:৩১
Share: Save:

অসাবধানবশত হাত থেকে চাল, ভাত, নুন, চিনির মতো বিভিন্ন দ্রব্য পড়ে যায়। কখনও বা উচ্ছিষ্ট হিসাবে ফেলেও দেওয়া হয়। খাদ্যদ্রব্য পড়ে যাওয়া বা ফেলে নষ্ট করা বাস্তু শাস্ত্রমতে অশুভ।

চাল এবং ভাতের সহিত মা লক্ষ্মীর সম্পর্ক। ধান মা লক্ষ্মী, সেই হিসাবে চাল এবং ভাতও মা লক্ষ্মী। ধান, চাল বা ভাত ফেলা অপচয় বা নষ্ট করার অর্থ মা লক্ষ্মীকে অসন্মান করা। মা লক্ষ্মীর সহিত ঐশ্বর্য, গৃহসুখের সম্পর্ক মা লক্ষ্মীকে অপমান বা অসম্মান করলে ঐশ্বর্য এবং গৃহ সুখের উপর অশুভ প্রভাব পড়ে। অনেক সময়ে খাওয়ার পরে অতিরিক্ত ভাত ফেলে দেওয়া হয়। ভাত ফেলা অশুভ হলেও অতিরিক্ত ভাত পশু-পাখিকে খাওয়ালে তা সংসারের পক্ষে শুভ মনে করা হয়।

চিনি বা নুন হাত থেকে পড়ে যাওয়া অশুভ। সাংসারিক সমস্যা, সংসারে অর্থনৈতিক সমস্যা ইত্যাদির ইঙ্গিত।

হাত থেকে দুধ পড়ে যাওয়া বাস্তুশাস্ত্র মতে অশুভ ইঙ্গিত। দুধ পড়ে যাওয়া সংসারের অশুভত্বের ইঙ্গিত। দুধের সঙ্গে চন্দ্রের সম্পর্ক, চন্দ্র মনের কারক মনের সঙ্গে সম্পর্ক। মানসিক সমস্যা বা মানসিক অস্থিরতা সৃষ্টির ইঙ্গিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE