২০ সেপ্টেম্বর ২০২৫, সোমবার কালীপুজো। শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা স্বর্গ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই অত্যাচার থেকে রেহাই পেতে দেবতারা দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হয়েছিলেন। তখন দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী পার্বতী শুম্ভ-নিশুম্ভ নিধনের জন্য নিজের শরীরের কোষ থেকে দেবী কালীকে সৃষ্টি করেন। দীপান্বিতা অমাবস্যা তিথিতে দেবী কালীর শ্যামা রূপকে পুজো করা হয়। অমাবস্যা নিয়ে এমনিতেই আমাদের মনে নানা ভয় কাজ করে। এমন কিছু কাজ রয়েছে যা কালীপুজোর রাতে করতে নেই। কী কী করবেন না জেনে নিন।
আরও পড়ুন:
কালীপুজোর রাতে কী কী করতে নেই?
- এই দিন রাতে ঘরবাড়ি ঝাড়ু দেওয়া যাবে না। সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দিলেই হবে সর্বনাশ। কপালে নেমে আসবে অমানিশা।
- কালীপুজোর দিন চুল খুলে বাইরে বেরোনো যাবে না। এরই সঙ্গে চুল খুলে ঘুমোনোও যাবে না। এতে নেগেটিভ শক্তির কবলে পড়তে পারেন।
আরও পড়ুন:
- এই দিন রাতে শ্মশান বা সমাধিক্ষেত্রের কাছে না যাওয়াই উচিত বলে মনে করছে শাস্ত্র। এতেও অশুভ কিছু ঘটে যেতে পারে।
- রাতের এঁটো বাসন জমিয়ে রাখবেন না। খাওয়া শেষে বাসনপত্র পরিষ্কার করে ঘুমোতে যাবেন। রান্নাঘরও পরিষ্কার করে রাখতে হবে।
- কালীপুজোর দিন সন্ধ্যার পর কেউ যদি আপনার কাছে দুধ বা দুগ্ধজাত কোনও দ্রব্য চায় তা হলে ভুলেও সেটি দেবেন না। এতে সংসারের অমঙ্গল হতে পারে।