বাড়িতে গাছ রাখার নানা গুণ রয়েছে। বাড়ির পরিবেশ পরিশুদ্ধ করার সঙ্গে সঙ্গে বাড়িতে পজ়িটিভ শক্তির সঞ্চার ঘটাতেও সাহায্য করে গাছপালা। রকমারি অন্দরসজ্জার গাছ ঘরের সৌন্দর্যেও আলাদা মাত্রা এনে দেয়। তবে বাড়িতে গাছ রাখার ব্যাপারে কিছু জিনিস মাথায় রাখা দরকার। না হলে বাস্তুদোষের প্রকোপ পড়তে হতে পারে।
আমরা সকলেই জানি বাড়িতে তুলসী গাছ রাখার মাহাত্ম্য অনেক। প্রতি দিন স্নানের পর যদি তুলসী গাছে জল দেওয়া যায় এবং সন্ধ্যাবেলা করে যদি তুলসীমঞ্চে প্রদীপ জ্বালানো যায়, তা হলে জীবনে উন্নতি লাভ হয়।
আরও পড়ুন:
-
অষ্টমীর অঞ্জলি একা দিতে হবে না, মনের মানুষের সঙ্গে ঠাকুর দেখতে পারবেন চার রাশি! ‘মরচে’ সরে জৌলুস ফিরবে পুরনো প্রেমে
-
মহালয়ার তিথিতেই দেবী সংসার নিয়ে মর্তে আসেন, পুরনো রেডিয়ো বার করে ‘মহিষাসুরমর্দ্দিনী’ শুনতে বসার দিনটি কবে?
-
‘লক্ষ্মী’র সঙ্গে সদ্ভাব নেই, চেষ্টা করেও অর্থ সঞ্চয়ে ব্যর্থ হন চার রাশি! হাতের টাকা কর্পূরের মতো উড়ে যায় যাঁদের
অন্য দিকে, বাড়িতে আ্যালোভেরা গাছ রাখারও গুণ অনেক। এই গাছ যেমন নানা ঔষধি প্রয়োজনে ব্যবহার করা যায়, তেমনই বাড়িতে শুভ শক্তিরও সঞ্চার ঘটায়।
কিন্তু অনেকেই আছেন যাঁরা একই সঙ্গে তুলসী গাছ ও অ্যালোভেরা গাছকে রাখেন। অর্থাৎ, তুলসী গাছের পাশেই অ্যালোভেরা গাছ রেখে দেয়। কিন্তু এই কাজ করা কি শুভ?
আরও পড়ুন:
-
জীবনের ২২ গজে এঁরা ‘ক্যাপ্টেন কুল’, জন্ম থেকেই থাকে নেতৃত্বদানের ক্ষমতা! দলের মাথা হয়ে কাজে অন্য মাত্রা আনেন চার রাশি
-
পূর্বপুরুষেরা হবেন তুষ্ট, দু’হাত ভরে বর্ষাবেন আশীর্বাদ! পিতৃপক্ষে বিশেষ কিছু বস্তু দান করলেই ঘটবে চমৎকার
-
১৭ না ১৮ সেপ্টেম্বর, এই বছর কবে বিশ্বকর্মা পুজো? কেন পাল্টে যায় দিন? দেবশিল্পীকে পুজো করার শুভ সময় কখন?
তুলসী গাছ ও অ্যালোভেরা গাছ কি একসঙ্গে রাখা যায়?
তুলসী গাছেরও যেমন ঔষধি গুণ রয়েছে, তেমনই অ্যালোভেরা গাছেরও নানা ঔষধি গুণ রয়েছে। এরই সঙ্গে তুলসীর পাতা পুজো-আচ্চাতেও ব্যবহার করা হয়। হিন্দুশাস্ত্রে এই গাছের মাহাত্ম্য বিশেষ। বাস্তুশাস্ত্র মতে, প্রতিটি গাছ রাখার নির্দিষ্ট দিক রয়েছে। যে কোনও গাছ বাড়িতে এনে যেখানে ইচ্ছা রেখে দিলেই হয় না। এতে বাস্তুর উপর কুপ্রভাব পড়ে। শাস্ত্রমতে, তুলসী গাছ রাখার আদর্শ দিক হল উত্তর-পূর্ব বা পূর্ব দিক। অন্য দিকে, অ্যালোভেরা গাছ রাখার আদর্শ দিক হল পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক। বিশেষজ্ঞরা বলেন, তুলসী গাছকে সর্বদা বাড়ির বারান্দা বা উঠোনে রাখা উচিত। ঘরের ভিতরকে সাধারণত তুলসী গাছ রাখার আদর্শ স্থান বলে বিবেচিত করা হয় না। অ্যালোভেরা গাছকে ঘরের ভিতর বা বাইরে, যে কোনও স্থানেই রাখা যেতে পারে। এ সকল কারণে মনে করা হয় এই দুই গাছকে একসঙ্গে না রাখাই ভাল। যদি একসঙ্গে রাখতেই হয়, তা হলে বাড়ির পূর্ব দিকে রাখতে হবে। না হলে বাড়িতে অশুভ প্রভাব পড়বে।