Advertisement
E-Paper

নক্ষত্র ভেদে মিথুন রাশির জাতক কোন বয়সে কী রোগের শিকার হতে পারে

মিথুন রাশি মৃগশিরা, আদ্রা ও পুনর্বসু নক্ষত্র নিয়ে গঠিত। এখন দেখে নেওয়া যাক মিথুন রাশি, নক্ষত্র অনুসারে কখন কী ধরনের রোগভোগের সম্মুখীন হতে পারে

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০০:০০

মিথুন রাশি মৃগশিরা, আদ্রা ও পুনর্বসু নক্ষত্র নিয়ে গঠিত। এখন দেখে নেওয়া যাক মিথুন রাশি, নক্ষত্র অনুসারে কখন কী ধরনের রোগভোগের সম্মুখীন হতে পারে:

মৃগশিরা নক্ষত্র:

মৃগশিরা নক্ষত্র দুইপাদ বুধ ক্ষেত্রী দেবগণ, শ্যামবর্ণ মায়াবী, কুলবন্ত, কৃপণ, পীত, বসন প্রিয়, বাতদেহী। অমৃতভোগী, বাণিজ্য প্রিয়, কেশ লম্বা, দেহ বলবান, দুই স্ত্রী এবং প্রথম স্ত্রী দ্বারা কষ্ট।

ফলভোগ: ১/২/২০ বাত। ৪/৭/৮ কষ্ট। ৯/৭/৩ জলমগ্ন। ১২/৫/৪ জ্বর। ১৭/৩/২৭ দেহপীড়া। ২৫/১৫/৩ উদরপীড়া। ৩০/৯/১০ পুত্রকষ্ট। ৩৩/৯/৭ অস্ত্রাঘাত। ৪৫/১০/২৫ ঘরদাহ। ৭৫/২/৭ অগ্রহায়ণ মাস কৃষ্ণপঞ্চমী, বৃহস্পতিবার রেবতী নক্ষত্রে বন্ধুভেদী জীবন সংশয়।

আদ্রা নক্ষত্র:

আদ্রা নক্ষত্র চারিপাদ। বুধ ক্ষেত্রী, নরগণ, জ্ঞানবন্ত, সত্যবাদী, দয়ালু, বাতদেহী, দুই স্ত্রী, গায়ক, শুচিবন্ত, সর্বপ্রিয়, স্বচ্ছবুদ্ধি, যৌবনে পরস্ত্রী বশ্যতা, স্থিরবুদ্ধি, সুগন্ধ দ্রব্য-প্রিয়, দেহ তিলযুক্ত, শরীর লোমযুক্ত, দেবতা ও ব্রাহ্মণে ভয়, চক্ষু রক্তবর্ণ।

ফল ভোগ: ১৬/৭ চন্দ্র রিষ্ট কষ্ট। ৫/৪/৯ কষ্ট। ২০/৩/১০ কষ্ট। ২৪/৮/১৮ ভ্রাতৃবিরোধ। ৪১/৩ বাত ব্যধি। ৪৫/৪/২২ অম্লরোগ। ৬৫/৭/১৭ অস্ত্রাঘাত। ৭৩/১১/৫ অগ্রহায়ণ মাস, শুক্লা একাদশী, মঙ্গলবার মৃগশিরা নক্ষত্রে রাত্র ৪ দণ্ড সময়ে জীবন সংশয়।

আরও পড়ুন: জন্মতারিখ বলে দেবে আপনি পূর্বজন্মে কী ছিলেন (দ্বিতীয় অংশ)

পুনর্বসু নক্ষত্র:

পুনর্বসু তিনপাদ। দেবগণ, বুধক্ষেত্রী, সত্যবাদী, চতুর, অল্পাহারী, কীর্তিবন্ত, বিচক্ষণ, সর্বজন প্রিয়, শ্যাম বর্ণ, অল্পবুদ্ধি, ছোট চক্ষু, দন্ত সামান্য, দুই স্ত্রী, প্রথমা স্ত্রী ভোগী, বাণিজ্যকারী, মাথা নোয়াইয়া চলন, শৃঙ্গার প্রিয়।

ফল ভোগ: ১/৮/১০ বাতরোগ। ৪/৬/১১ দৃষ্টিযোগ। ১৩/৯/২ রাহুরিষ্ট কষ্ট। ২২/৪/৯ শিরোরোগ। ২৭/৯/৪ উদর রোগ। ৪৫/৩/১৫ চক্ষু রোগ। ৬৫/৭/৩ বেদনা। ৭২/৮/৯ বৈশাখ মাস, শুক্লাসপ্তমী সোমবার দিবা ৫ ঘটিকায় আঘাতে জীবন সংশয়ের আশঙ্কা।

Gemini Rashi Birth Stars
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy