Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাশিচক্র অনুযায়ী আপনার ধনী হওয়ার সম্ভাবনা কতটা

আপনার জন্মকুণ্ডলীতে নিন্মোক্ত প্রকার যোগে আপনি ধনবান হবেন কিনা তা জানা যাবে। আপনার কোষ্ঠীর রাশিচক্রে গ্রহ সন্নিবেশ লক্ষ্য করুন, অনুরূপ গ্রহ সন্নিবেশ আছে কিনা তা মিলিয়ে দেখে নিন, আপনিও ধনশালী হতে পারেন।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০০:০০
Share: Save:

আপনার জন্মকুণ্ডলীতে নিন্মোক্ত প্রকার যোগে আপনি ধনবান হবেন কিনা তা জানা যাবে। আপনার কোষ্ঠীর রাশিচক্রে গ্রহ সন্নিবেশ লক্ষ্য করুন, অনুরূপ গ্রহ সন্নিবেশ আছে কিনা তা মিলিয়ে দেখে নিন, আপনিও ধনশালী হতে পারেন।

১। যদি লগ্নের নবম স্থানে(অর্থাৎ ভাগ্যস্থান) দ্বিতীয় এবং চতুর্থপতি গ্রহ একত্রে অবস্থান করেন এবং নবমপতি বলবান হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেন এবং লগ্নপতি উচ্চস্থ হয়ে একাদশ স্থানে অবস্থান করেন, তবে জাতক প্রভূত ধনশালী হয়ে থাকেন।

২। সিংহ, ধনু, মীন, মেষ, কর্কট ও বৃশ্চিক- এই কয়টি রাশির মধ্যে একটি রাশিতে যদি রবি ও মঙ্গল একত্রে অবস্থান করে তবে জাতক ধনী হয়ে থাকে। অতএব আপনার রাশিচক্রে গ্রহ সন্নিবেশ লক্ষ্য করে এ ব্যাপারে স্থিরনিশ্চয় হোন।

৩। লগ্নের পঞ্চমে শুক্র যদি স্বক্ষেত্রে অবস্থান করেন(মকরলগ্নে এবং মিথুনলগ্নে এরূপ অবস্থান সম্ভব) এবং একাদশ স্থানে যদি শনি অবস্থান করেন, তবে জাতক বহুদ্রব্য তথা ধনসম্পদের অধিকারী হয়ে থাকে। অতএব আপনার যদি মকরলগ্ন বা মিথুনলগ্নে জন্ম হয় তবে শুক্র ও শনির অবস্থান লক্ষ্য করুন।

৪। লগ্নের পঞ্চম স্থানে বুধ স্বক্ষেত্রী হয়ে অবস্থান করলে (কুম্ভ ও বৃষ লগ্নে এরূপ অবস্থান সম্ভব) এবং একাদশ স্থানে চন্দ্র ও মঙ্গল একত্রে অবস্থান করলে জাতক ধনী তথা বহুদ্রব্যের অধিকারী হয়।

৫। লগ্নের পঞ্চম স্থানে যদি শনির ক্ষেত্র হয় (অর্থাৎ মকর কিংবা কুম্ভ রাশি হয়) এবং সেখানে যদি রবি অবস্থান করেন (কন্যা ও তুলা লগ্নেই এরূপ সম্ভব) এবং একাদশ স্থানে যদি বুধ অবস্থান করেন, তবে জাতক বহু দ্রব্যের অধীশ্বর তথা ধনী হয়। অতএব আপনার যদি কন্যা বা তুলা লগ্নে জন্ম হয় তবে রবি ও বুধের অবস্থান লক্ষ্য করুন।

৬। লগ্নের পঞ্চমে যদি রবির ক্ষেত্র হয় (অর্থাৎ সিংহ রাশি হয়) এবং রবি যদি স্বক্ষেত্রী হয়ে সিংহ রাশিতে অবস্থান করেন (মেষ লগ্নেই এরূপ সম্ভব) এবং একাদশ স্থানে (অর্থাৎ কুম্ভ রাশিতে) যদি বৃহস্পতি অবস্থান করেন, তবে জাতক বহু দ্রব্যের অধীশ্বর তথা ধনী হয়। অতএব আপনার যদি মেষ লগ্নে জন্ম হয় তবে রাশিচক্রে রবি ও বৃহস্পতির অবস্থান লক্ষ্য করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rich Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE