Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিয়ে হচ্ছে না? দাম্পত্য কলহ? এই মন্ত্র পাঠ করলে উপকার পাবেন

শারীরিক হোক বা মানসিক, আমাদের সমস্যার যেন শেষ নেই। শারীরিক সমস্যার বাহ্যিক রূপকে আমরা রোগ বলতে পারি। মানসিক সমস্যার মধ্যে প্রাক বিবাহোত্তর সমস্যা, পারিবারিক সমস্যা অন্যতম। এই সব সমস্যার সমাধানে মন্ত্রশক্তি বিশেষ ভূমিকা পালন করে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ০০:০০
Share: Save:

শারীরিক হোক বা মানসিক, আমাদের সমস্যার যেন শেষ নেই। শারীরিক সমস্যার বাহ্যিক রূপকে আমরা রোগ বলতে পারি। মানসিক সমস্যার মধ্যে প্রাক বিবাহোত্তর সমস্যা, পারিবারিক সমস্যা অন্যতম। এই সব সমস্যার সমাধানে মন্ত্রশক্তি বিশেষ ভূমিকা পালন করে।

আসুন দেখে নেওয়া যাক কোন সমস্যায় কোন মন্ত্র পাঠ করা উচিত:

১। যাঁদের বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান বাধা হচ্ছে, প্রচণ্ড রোগভোগ হচ্ছে, তাঁদের এই মন্ত্রটি পাঠ করতে হবে ১৬, ৩২, ৬৪ বার। যখন পাঠ করবেন, একটু লাল (কোস্তা) সুতো হাতে নিয়ে পাঠ করবেন ধূপ-দীপ জ্বালিয়ে। পাঠের শেষে বাড়ির সকলের হাতে বাঁধতে হবে এই সুতো। অসাধারণ ফল পাওয়া যাবে। সুতোটি ছ’মাস অন্তর শুক্লপক্ষের মঙ্গলবার পাল্টাতে হবে।

মন্ত্র:

‘নমঃ রক্ত মালম্ব্যখরং শূলশক্তি সমন্বতাম্ গদা পদ্মখরং দেব, মেঘরুপং বর প্রদম্। মঙ্গলায় নমস্ত্তভ্যং নমস্তে পাপহারিনে পুত্র পৌত্র প্রচাত্তে চ মঙ্গলায় নমোঃ নমঃ’।

(প্রতিদিন সকাল বা সন্ধ্যায় আটবার বা একশো আটবার)।

২। যে সব জাতক/জাতিকার যোগ্যতা থাকতেও বিবাহ হচ্ছে না বা বিবাহে বিলম্ব হচ্ছে, তাঁদের এই মন্ত্রটি সকাল সন্ধ্যায় পাঠ করলে দাম্পত্য জীবন সুখের হবে এবং বিবাহের বাধা কাটবে।

মন্ত্র:

‘ওঁ উদ্যাদ্দিনেশং জ্যাতি মিন্দুকিরীটিং তুঙ্গ কুচাং, নয়নত্রয় যুক্তাং স্মারেম্মুখীং বরদাং কুশ পাসাম্ভোজরাম্ প্রণমেৎ ভূবনেশ্বরীম্’।

আরও পড়ুন: সকালে তিন বার সূর্যপ্রণাম কী ফল দেয়

(প্রতিদিন আটবার বা একশো আটবার)

৩। প্রচণ্ড রোগ জ্বালায় ভুগচ্ছেন অনেক কিছু করেও রোগ সারছে না, মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে, তাঁরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

মন্ত্র:

‘ওঁ ত্র্যম্বকং যজা মহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুকমির বন্দনান্মতো মুক্ষীয় মামৃতং স্বভৌবঃ। হৌং জুসং স্বাহা’।

(প্রতিদিন আটবার বা একশো আটবার)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rashi problems
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE