সূর্যের বছর ২০২৬। সংখ্যাতত্ত্বের সাহায্যে বিচার করে প্রতিটি বছরই কোন গ্রহের হয় তা বিচার করা যায়। সেই অনুযায়ী ২০২৫ ছিল মঙ্গলের বছর। ২০২৬ সূর্যের বছর। সূর্য ও মঙ্গল উভয়েই অগ্নিকারক। তাই দুই বছরের মধ্যে কিছু না কিছু সাদৃশ্য যেমন থাকবে, তেমনই নানা বদলও থাকবে। নতুন বছরের শুরুর দিকে সকলের মনে ভাগ্য বদলে ফেলার একটা অদম্য ইচ্ছাশক্তি কাজ করে। কিন্তু বর্ষশেষে গিয়ে সেই ইচ্ছা সকলের পূরণ হয় না। এর নেপথ্যে খারাপ ভাগ্যেরও ভূমিকা থাকে। কেবল পরিশ্রম করলেই যে ফল সব সময় পাওয়া যায় সেই ধারণা মানতে নারাজ জ্যোতিষশাস্ত্র। এ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ থাকা জরুরি। ২০২৬ সালে বেশ কিছু জন্মসংখ্যার ব্যক্তিরা সূর্যের প্রভাবে জীবনে উন্নতি লাভ করতে পারেন বলে মনে করা হচ্ছে। এঁদের ভাগ্যে প্রবল পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। তালিকায় কারা রয়েছেন দেখে নিন।
আরও পড়ুন:
২০২৬-এ কাদের পদোন্নতি হতে পারে?
১: ২০২৬ ১ জন্মসংখ্যার ব্যক্তিদেরই বছর হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ১ সূর্যের সংখ্যা। তাই এঁদের উপর রবি গ্রহের কৃপা সর্বদা থাকে। লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে চললে এই বছর ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উদ্দেশ্য পূরণ থেকে কেউ আটকাতে পারবেন না। কর্মক্ষেত্রে অগ্রগতির নানা প্রভাব পাবেন এঁরা। খুব ভাল পদোন্নতির যোগ দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
৩: পেশার দিক দিয়ে ৩ জন্মসংখ্যার ব্যক্তিরাও নতুন বছরে খুব ভাল ফল পাবেন। এই জন্মসংখ্যার ব্যক্তিদের উপর বৃহস্পতির প্রভাব থাকে। ২০২৬-এ বৃহস্পতির স্থান পরিবর্তনের জন্য এঁরা কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ পাবেন। তবে নিজেকে সেই সুযোগ চিনে নিতে হবে এবং সেই অনুযায়ী পরিশ্রমও করতে হবে। নতুন কোনও দায়িত্ব আসতে পারে। যা আপনাদের লক্ষ্যের দিকে অনেকটা এগিয়ে দেবে।
৫: ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের পেশার দিক দিয়ে ২০২৬ খুব ভাল কাটতে চলেছে। কঠোর পরিশ্রম বজায় রাখতে হবে। একাগ্রতা ও নিষ্ঠা নিয়ে কাজ করে গেলে ফল আপনারা নিশ্চয়ই পাবেন। কর্মক্ষেত্রে সকলে আপনার মূল্য বুঝবেন। বস্ আপনার কাজে খুশি হবেন এবং পদোন্নতির সম্ভাবনা আসবে। এর ফলে আর্থিক দিক দিয়েও স্বস্তির অবস্থায় পৌঁছোতে পারবেন।
৯: নতুন বছরে কর্মক্ষেত্রে ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারাও খুব ভাল ফল পাবেন। আপনার কর্মক্ষমতা দেখে ঊর্ধ্বতনেরা খুশি হবেন। বসের প্রশংসা কুড়োবেন। নেতৃত্বদানের সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মন দিয়ে কাজ করে গেলে পদোন্নতি কেউ আটকাতে পারবে না। বছরটায় অনেক সুযোগ পাবেন পেশার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার। সেগুলিকে বুদ্ধির সঙ্গে কাজে লাগান।