Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কোজাগরী পুজোর দিন এই কাজগুলো একেবারেই করতে নেই

মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো যে বাড়িতে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকেন। সেই গৃহের মানুষরা অত্যন্ত সুখে শান্তিতে ভরে থাকে। এই দিন মা লক্ষ্মী দেবীর পুজো করলে মনের বাসনা পূর্ণ হয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ০০:০৭
Share: Save:

মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো যে বাড়িতে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকেন। সেই গৃহের মানুষরা অত্যন্ত সুখে শান্তিতে ভরে থাকে। এই দিন মা লক্ষ্মী দেবীর পুজো করলে মনের বাসনা পূর্ণ হয়। স্বাভাবিক ভাবে সুখে শান্তিতে সংসার জীবন কাটাতে মা লক্ষ্মীর কৃপার বিশেষ প্রয়োজন রয়েছে। সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করতে হবে। এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজোর দিন বাড়িতে করতে নেই। যদি এই কাজগুলো বাড়িতে এই দিন করা হয় তা হলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

দেখে নিই সেই কাজগুলো কী কী

• মা লক্ষ্মীর পুজোর সময় কোনও ভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না।

• লক্ষ্মী দেবীকে কোনও ভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না। সাদা রঙ ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে।

• লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনও ভাবে তুলসী পাতা দেওয়া যাবে না।

• মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় পাততে নেই, লাল, গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হবে। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন।

আরও পড়ুন: ১৪২৭ সনের শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজার সময় নির্ঘণ্ট

• লক্ষ্মী পুজোর দিন কোনও ভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই।

• সাধারণত প্রায় সব পুজোর সময়ই কাঁসর ঘণ্টা বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজানো যাবে না।

• লক্ষ্মী পুজো করার সময় নিজেকেও লাল, গোলাপি, হলুদ, কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হবে। সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kojagari Laxmi Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE