মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয়। শাস্ত্রমতে এই দিনটির গুরুত্ব বিশেষ। মহালয়ার পূণ্য তিথিতে ভোরবেলা তর্পণ করার মাধ্যমে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয়। এই দিন কিছু উপায় পালন করলে বিশেষ ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। যাঁদের কোষ্ঠীতে পিতৃদোষ রয়েছে তাঁদের জন্য এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহালয়ার সন্ধ্যাবেলা তুলসীগাছে বিশেষ কিছু জিনিস অর্পণ করলে দারুণ ফলপ্রাপ্তি ঘটে বলে বিশ্বাস করা হয়। মা দুর্গার সঙ্গে সঙ্গে পিতৃপুরুষদেরও আশীর্বাদ লাভ করা যায়।
আরও পড়ুন:
কী কী উপায় পালন করতে হবে?
- মহালয়ার দিন হলুদ বা লাল সুতোয় ১০৮টি গিট বেঁধে তুলসীগাছের গোড়ায় বেঁধে দিন। সংসারে সুখ-সমৃদ্ধি লাভ হবে। আর্থিক স্বচ্ছলতা আসবে।
আরও পড়ুন:
- যে কোনও অমাবস্যাতেই তুলসীগাছে জল দেওয়া বা সেখান থেকে পাতা ছিঁড়লে ঘোর অমঙ্গল হতে পারে। বদলে এই দিন সন্ধ্যাবেলা তুলসীগাছের গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সম্ভব হলে গাছটিকে সাত বা এগারো বার প্রদক্ষিণ করুন। ভাগ্যে উন্নতির হাওয়া লাগবে।
আরও পড়ুন:
- দাম্পত্য জীবন সুখের করতে চাইলে এই দিন তুলসীগাছে একটা লাল রঙের ছোট্ট ওড়না বা চেলি অর্পণ করতে পারেন। লাল পতাকা অর্পণ করলেও চলবে। দারুণ ফল পাবেন। সম্পর্কের জটিলতা কেটে গিয়ে মধুর সময় শুরু হবে।