১ জুন, রবিবার জামাইষষ্ঠী। অনেক বাঙালি হিন্দুর বাড়িতেই এই উৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়। এই উৎসব হল শ্বশুরবাড়িতে জামাইয়ের আদর-আপ্যায়নের উৎসব। জামাইষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা মেয়ে-জামাইয়ের মঙ্গলকামনা করে দেবী ষষ্ঠীর পুজো দেন। জ্যোতিষশাস্ত্র মতে, পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে আরও বিশেষ কিছু টোটকা রয়েছে, সেগুলি করতে পারলে মেয়ে-জামাই খুবই সুখী হয়।
আরও পড়ুন:
দেখে নেব টোটকা:
১) এই দিন অবশ্যই দেবী ষষ্ঠীর পুজো দিন এবং তাঁর চরণে কিছুটা তেল-হলুদ নিবেদন করুন। তার পর পুজো হয়ে গেলে ওই হলুদ দিয়ে জামাইয়ের কপালে তিলক দিন।
২) জামাইষষ্ঠীর দিন জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দেওয়াও খুব শুভ বলে মানা হয়।
৩) হলুদ রঙের সুতোয় দূর্বা এবং ফুলের ডরি বেঁধে মা ষষ্ঠীর কাছে রেখে পুজো দিন, তার পর পুজো শেষে সেই সুতো জামাইয়ের হাতে বেঁধে দিন।
৪) এই দিন জামাইকে হলুদ রঙের পোশাক উপহার দিন। আশীর্বাদ করার সময় জামাইকে সেই নতুন জামা পরে বসতে বলুন।
আরও পড়ুন:
৫) জামাইষষ্ঠীর দিন যেন কোনও ভাবেই জামাই শ্বশুরবাড়িতে একলা না আসে, মেয়ে-জামাই যেন একসঙ্গে আসে।
৬) এই দিন জামাইকে নানা ধরনের ভাল খাবার খাওয়ানোর রেওয়াজ রয়েছে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে জামাইকে যেন সে দিন বাড়িতে বানানো পায়েস খেতে দেওয়া হয়। সঙ্গে অন্যান্য মিষ্টান্নও রাখতেই হবে।
৭) এই দিন জামাইকে অবশ্যই ডাবের জল পরিবেশন করুন।